Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

হালনাগাদে ভোটার বাড়ছে ৪৪ লাখ

ভোট
২০২৪ সালের নির্বাচনে কুমিল্লার একটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের লাইন। ফাইল ছবি
[publishpress_authors_box]

গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনে যত ভোটার ছিল, আগামী বছর ত্রয়োদশ সংসদ নির্বাচনে তা চেয়ে ৪৪ লাখ বেশি ব্যক্তি ভোট দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা রবিবার নির্বাচন কমিশন প্রকাশের পর এই ধারণা পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।

অধিকাংশ দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত সেই নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলেও টিকেছিল মাত্র আট মাস।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ওই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে।

অভ্যুত্থানের পর পুনর্গঠিত নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তার অংশ হিসাবে ভোটার তালিকা হালনাগাদের খসড়া সম্পূরক তালিকা প্রকাশ করা হয়।

এই তালিকা উপজেলা কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

এই তালিকা দেখার পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনও সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ অগাস্ট পর্যন্ত আবেদন দাখিল করা যাবে।

২৪ অগাস্টের মধ্যে দাখিলকৃত দরখাস্ত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ অগাস্ট।

ভোটার তালিকা নিয়মিতই হালনাগাদ হয়।

গত বছর নির্বাচনের পর ২ মার্চ ভোটার দিবসে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, ভোটার সংখ্যা তখন ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

এই বছরের ২ মার্চ ভোটার দিবসে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে উন্নীত হওয়ার কথা জানান।

যাদের বয়স আগামী ৩১ অক্টোবর ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। ফলে নির্বাচনের আগে ভোটার সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত