Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক খেলবেন এনসিএল টি-টোয়েন্টি লিগ

photo
[publishpress_authors_box]

সামনে আসছে বিপিএল, তার আগে ক্রিকেটারদের প্রস্তুতি হিসেবে জাতীয় লিগ টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল বিসিবি। গত বছর যা ক্রিকেটারদের জন্য খুব কাজে দিয়েছে। এবারও সেই পথে হাঁটছে বিসিবি এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।  

গত ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। এরপর ক্রিকেটের বাইরে আছেন। ডাক্তারের সবুজ সংকেত পেয়ে সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে তার। এর আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি খেলবেন তামিম।

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলবেন তামিম। চট্টগ্রামের হয়েই খেলবেন তিনি। শরীরে ভালো বোধ করলে বিপিএল খেলবেন। তামিমের ক্রিকেটে ফেরা নিয়ে আকরাম খান বলেছেন, “তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে।’

সকাল সন্ধ্যাকে তামিম জানিয়েছেন, “ডাক্তার আমাকে সবুজ সংকেত দিয়েছেন। তবে বিপিএল খেলবো কিনা সেটা নির্ভর করছে শরীরের ওপর। জাতীয় লিগে তিনটি ম্যাচ খেলে দেখবো কেমন বোধ করছি। তারপর দেখবো বিপিএল খেলবো কিনা।”

তামিমের পাশাপাশি এবার জাতীয় লিগে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকেও। মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। আকরাম খান জানিয়েছেন মুশফিক বিসিবিকে বলেছেন তাকে যেন সিলেটের হয়ে খেলতে দেওয়া হয়। জাতীয় লিগের গত আসলে খেলেননি মুশফিক।

মাহমুদউল্লাহও গত আসরে খেলেননি। তবে এবার মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনই বিপিএল প্রস্তুতির অংশ হিসেবে এই লিগে খেলবেন। মাহমুদউল্লাহ অবশ্য বিসিবিকে এখনও কোন দলে খেলতে চান সে ব্যাপারে কিছু বলেননি। তবে ঢাকা বিভাগেই হয়েই খেলেন এই ক্রিকেটার।  যেহেতু গত কয়েক সপ্তাহ ধরেই ঘাম ঝরাচ্ছেন, তাতে করে ধরে নেওয়া হচ্ছে তিনিও খেলবেন।

এ ব্যাপারে আকরাম বলেছেন, “মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এই সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত