Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রিয়ালের ৯ নম্বর এনদ্রিক, বার্সার অধিনায়ক স্টেগেনই

e4
[publishpress_authors_box]

গনজালো গার্সিয়া ক্লাব বিশ্বকাপে আলো ছড়ানোর পর রিয়াল মাদ্রিদে অনিশ্চিত হয়ে পড়েছিলেন এনদ্রিক। ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছিলেন ব্রাজিলিয়ান এই বিস্ময় বালককে ঘিরে। তবে শেষ পর্যন্ত রিয়ালেই থাকছেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সি বেছে নেওয়ার পর ‘নম্বর ৯’ শূন্য ছিল। সেই ৯ নম্বর জার্সিও দেওয়া হল এনদ্রিককে। করিম বেনজেমা এক সময় রিয়ালে খেলতেন ৯ নম্বরে। এনদ্রিকের কাছ থেকেও নিশ্চিত বেনজেমার মতো গোল চাইবে রিয়াল। ক্লাব বিশ্বকাপে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করা গার্সিয়া পড়বেন এনদ্রিকের ছেড়ে দেওয়া ১৬ নম্বর জার্সি।

নতুন করে দলটিতে যুক্ত হওয়া কয়েকজন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়েছে মার্কা। লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড ক্লাব বিশ্বকাপে ১২ নম্বর জার্সিতে খেলেছেন। আরেক তরুণ ডিফেন্ডার ডিন হাউসেন ২৪, আলভারো ক্যারেরাস ১৮ আর রাউল অ্যাসেন্সিও পরবেন ১৭ নম্বর জার্সি। বাকি থাকা ১৫ নম্বর পেতে পারেন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।

অধিনায়কত্ব ফিরে পেয়েছেন গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন।

এদিকে বার্সেলোনার সঙ্গে বিরোধ মিটিয়ে দলটির অধিনায়কত্ব ফিরে পেয়েছেন গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন। তার অনুপস্থিতিতে গত মৌসুমে বার্সার পোস্ট সামলেছেন অবসর ভেঙে ফেরা পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। স্টেগেনের ফিটনেসের জন্যই বার্সেলোনা নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে চেয়েছিল

লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে তার বেতনের অন্তত ৫০ শতাংশ ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য ব্যবহার করতে পারে। বার্সেলোনা ভেবেছিল টের স্টেগেন অন্তত চার মাস খেলতে পারবেন না। তবে তিন মাসের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন স্টেগেন।

এজন্যই হয়তো  টের স্টেগেন নিজের চিকিৎসা–সংক্রান্ত কোনো তথ্য লা লিগার কাছে দিতে অস্বীকৃতি জানান। তাতে ক্ষুব্ধ বার্সা কেড়ে নেয় স্টেগেনের নেতৃত্ব।

অধিনায়ক করা হয় রোনালদ আরাউহোকে। আইনি পদক্ষেপও নিতে চেয়েছিল বার্সা। ২৪ ঘণ্টার মধ্যে বিরোধ মিটিয়ে নেওয়ায় আবারও নেতৃত্ব দেওয়া হয়েছে টের স্টেগেনকে। নিজের চিকিৎসা–সংক্রান্ত প্রতিবেদন লা লিগার কাছে পাঠানোর অনুমতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত