রাশিয়া উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প তৈরি করে সুনামি। রাশিয়া ও জাপানের কিছু অংশে সুনামি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রসহ ডজনখানেক দেশ সতর্কবার্তা জারি করেছে।
জাপানে অন্তত ২০ লাখ মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও চলছে একই তৎপরতা।
বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তির বিচারে এটি ইতিহাসের সবচেয়ে তীব্র ১০টি ভূমিকম্পের একটি। এরপর অন্তত ছয়টি পরাঘাতে কেঁপে ওঠে ওই অঞ্চল, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রার।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ভূমিকম্পটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
ভূমিকম্পের পরপরই কামচাটকা অঞ্চলে সুনামি আঘাত হানে। সাগর েথকে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উঁচ্চতার ঢেউ উপকূল ভাসিয়ে দেয়।
রাশিয়ার জরুরি ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক প্লাবিত হয়েছে, যে কারণে ওই এলাকার ২ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়।
সোশাল মিডিয়ায় আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শহরটির ভবনগুলো পানিতে ডুবে আছে। শহরের বাসিন্দারা উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়ে আছেন।
শাখালিনের গভর্নর ভ্যালরি লিমারেনকো বলেছেন, সুনামি সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ এই দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে।
আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন যে ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে তাদের কেউই গুরুতর নয়।
যুক্তরােষ্ট্রর ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার দূরপ্রাচ্যের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার (৮৫ মাইল) পূর্বে ছিল ভুমিকম্পের উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস এই ভূমিকম্পের ফলে বিশাল এলাকাজুড়ে সুনামির আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “এটি উদ্বিগ্ন হওয়ার মতো।”
এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের কিছু অংশ, লাতিন আমেরিকার উপকূলীয় অংশ এবং জাপানসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোকে সুনামি সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডর এবং রাশিয়ায় ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। হাওয়াই, চিলি, পেরু, কোস্টারিকা, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ ভাসতে পারে ১ থেকে ৩ মিটার (৩.৩-৯.৮ ফুট) উঁচু ঢেউয়ে।
মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস হাওয়াই রাজ্য, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।
পাশাপাশি ওয়াশিংটন রাজ্য এবং ওরেগনের কিছু অংশেও কম উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
হাওয়াই দ্বীপের হনলুলু ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে। সংস্থার এক্স একাউন্টে এক পোস্টে বলা হয়েছে- “দ্রুত পদক্ষেপ নিন! ধ্বংসাত্মক সুনামির ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।”
হাওয়াই কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ দ্বীপে আঘাত হেনেছে, যা ছিল ৬ ফুট উঁচু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাওয়াই, আলাস্কা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর বাসিন্দাদের সুনামি-সম্পর্কিত সতর্কবার্তার ওপর নজর রাখার আহ্বান জানিয়েছেন।
জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কিছু উপকূলীয় এলাকায় ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানার আশঙ্কা করছে।
জাপান আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে বলেছে, উপকূলীয় এলাকার বা নদীর তীরবর্তী লোকদের অবিলম্বে উঁচু ভূমি বা ভবনের মতো নিরাপদ স্থানে সরে যাওয়া উচিৎ।
“সুনামি বারবার আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করবেন না।”
সোশাল মিডিয়ায় আসা কিছু ভিডিওতে জাপান উপকূলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে দেখা গেছে। ফুকুমিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খালি করে ফেলা হয়েছে।
জাপানি গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকালে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপে প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) উঁচু প্রথম ঢেউ আঘাত হানে।
জাপানের বিভিন্ন উপকূল থেকে ২০ লাখের মতো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে ১০ হাজারের বেশি মানুষ হোক্কাইদোর বাসিন্দা।
ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, চীন, তাইওয়ানের মতো এশিয়ার দেশগুলোর পাশাপাশি লাতিন আমেরিকার পেরু, চিলি, কলম্বিয়া, কোস্টারিকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের পাশাপাশি গুয়াম, ফ্রেঞ্চ পলিনেশিয়ার মতো প্রশান্ত মহাসাগরীয় কিছু দেশও এই সতর্কতার আওতায় রয়েছে।
তথ্যসূত্র : বিবিসি, সিএনএন, আল জাজিরা, রাশিয়া টুডে