বাংলাদেশের প্রযুক্তি খাতের অগ্রণী প্রতিষ্ঠান ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় এবং উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ইইই ডে ২০২৫।
অনুষ্ঠানে প্রজেক্ট শোকেসিং এবং রোবো সকার প্রতিযোগীতায় অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়া পুরোদিন শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে রাখতে অনুষ্ঠিত হয় ইনডোর ও আউটডোর গেমস। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়া প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। দিনটির অন্যতম আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলী পরিচালিত প্রযুক্তি নির্ভর টক সেশন।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠান উদ্বোধন করেন ইইই সোসাইটির সভাপতি ও ইইই বিভাগের প্রভাষক জিয়াদ বিন আসাদ। এছাড়া উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়াসমিন আরা লেখা, ইইই বিভাগের চেয়ারম্যান ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সহযোগী ডিন প্রফেসর ড. মো. শাকাওয়াত জামান সরকার। প্রো-ভাইস চান্সেলর প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রয়েসর ড. মির্জা গোলম রাব্বানী।