Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মেজাজ হারানো ভিনিসিয়ুসকে ছেড়ে দেবে রিয়াল?

v7
[publishpress_authors_box]

টানা চার এল ক্লাসিকো হেরেছিল রিয়াল মাদ্রিদ। ব্যর্থতার বৃত্তটা ভাঙলেন জাবি আলোনসো। রিয়ালের দায়িত্ব নিয়ে রবিবার জেতালেন প্রথম এল ক্লাসিকোই। তবে রিয়ালের জয়েও অস্বস্তি হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের মেজাজ হারানোটা।

৭২ মিনিটে ভিনিকে তুলে জাবি মাঠে নামান রোদ্রিগোকে। ভিনির যেন বিশ্বাসই হচ্ছিল না, কোচ তুলে নিচ্ছেন তাকে? জাবির দিকে তাকিয়ে বলছিলেন, ‘‘আমি’’। হ্যাঁ সূচক জবাব পেতেই মাথা গরম করে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান।

অশ্লীল কয়েকটা শব্দ বলে মাঠ ছেড়ে যান ভিনিসিয়ুস। তাকে শান্ত করতে জাবি বলছিলেন, ‘‘কাম অন ভিনি, ছেড়ে দাও।’’ জবাবে ভিনি বলেছিলেন, ‘‘দলই ছেড়ে যাচ্ছি। ভালো জায়গা আছে আমার জন্য।’’

ডাগআউটে না বসে এরপর ড্রেসিংরুমে চলে যান ভিনি। কিছুক্ষণ পর ফিরেও আসেন । ম্যাচের শেষ দিকে দুই দলের উত্তেজনার সময় দেখেন হলুদ কার্ডও। ম্যাচ শেষে ভিনির এমন আচরণ নিয়ে জাবি বলেছেন, ‘‘আমরা এটা নিয়ে কথা বলব। কিন্তু আসলে যা গুরুত্বপূর্ণ তা থেকে স্পটলাইট সরিয়ে নিতে চাই না (এল ক্লাসিকো জয়)। ভিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই জয়ে।’’

এই মৌসুমে তিন ম্যাচে ফিট থাকার পরও ভিনিসিয়ুসকে একাদশের বাইরে রেখেছিলেন জাবি। তাছাড়া এই ব্রাজিলিয়ানের চুক্তির মেয়াদও শেষ দিকে। যদিও বার্নাব্যুতে ভিনির নামে স্লোগান উঠেছিল কয়েকবারই। তবে গুঞ্জন আছে ভালো অঙ্কের প্রস্তাব পেলে তাকে ছেড়ে দেবে রিয়াল?

সেই গুঞ্জনটা উস্কে দিলেন বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ। বিবিসিকে তিনি বলেছেন, ‘‘এই মৌসুমে ভিনির মনে হয়েছে ক্লাব তাকে রক্ষা করছে না। এমন কিছু গুঞ্জন আছে যা হয়ত রিয়াল ছড়িয়েছে বা অস্বীকার করছে না যে, ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে ছেড়ে দেয়া হবে তাকে। এমন সময়ে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ওকে তুলে নেয়াতেই মেজাজ হারায় ভিনি। আর প্রশ্ন করে, সবসময় আমিই কেন?’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত