কিছুদিন আগে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল নেপাল। জেন জি’র আন্দোলনে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নেপালের সরকারের পতন হয়েছিল। এবার ক্রিকেট মাঠেও ইতিহাস গড়ল নেপাল। প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জিতল তারা। ওয়েস্ট ইন্ডিজকে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় শুরু করল নেপাল।
দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে নেপাল। সিরিজের প্রথম ম্যাচ ১৯ ম্যাচে জেতে নেপাল। দ্বিতীয় ম্যাচে জিতল ৯০ রানে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দেশকে ২-০’তে সিরিজ হারাল নেপাল। পাশাপাশি আইসিসি’র অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে প্রথমবার কোনও দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল। এ যেমন নেপালের গৌরব। তেমনই দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানদের জন্য বিরাট লজ্জার।
টস জিতে আগে ব্যাটি করে ৬ উইকেটে ১৭৩ রান করেছিল নেপাল। আসিফ শেখ ও সন্দ্বীপ জরা করেন ফিফটি। ৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রানে অপরাজিত থাকেন আসিফ। ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রান আসে জরার ব্যাট থেকে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই চাপে পড়ে যায়। পাওয়ার-প্লেতে ১৬ রানে দুই উইকেট হারানোর পর দশ ওভার পার হওয়ার আগেই চার উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
মোহাম্মদ আদিল আলম ৪ উইকেট নেন ২৪ রানে, আর কুশল ভুর্তেল ৩ উইকেট শিকার করেন মাত্র ১৬ রানে। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতেই ৮৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।