Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আপনার কোনও ‘হলুদ মানুষ’ আছে?

having-a-yellow-person-in-life
[publishpress_authors_box]

হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমুর হলুদ পাঞ্জাবি পরার মধ্য দিয়ে বাঙালি তরুণ-তরুণীর কাছে হলুদ রংটি জনপ্রিয় হয়ে উঠেছিল। এর আগে হলুদ পোশাকের রং হিসেবে বেশ কটকটে বলেই মনে হতো অধিকাংশ মানুষের কাছে। হলুদ মানুষ বলতে আমাদের চোখের সামনে তাই ভেসে ওঠে হিমুর চরিত্রটি।

কিন্তু হিমু চরিত্র কি ‘হলুদ মানুষ’? সেটি বিশ্লেষণ করতে আগে জানা লাগবে হলুদ মানুষ কী। আমাদের জীবনে হলুদ মানুষ কারা!

হলুদ রংটি উষ্ণতা, আনন্দ, আর আশাবাদের প্রতীক। এই রং যখন কোনও মানুষের ব্যক্তিত্বে মিশে যায়, তখন তিনি হয়ে ওঠেন এক বিশেষ সত্তা – ‘হলুদ মানুষ’। সামাজিক মাধ্যমে এখন এই শব্দবন্ধনী বেশ জনপ্রিয়। জেনজি এবং মিলেনিয়াল প্রজন্মের কাছে ‘হলুদ মানুষ’ যেন এক আশীর্বাদ।

কঠিন সময়েও যিনি বলেন, ‘সব ঠিক হয়ে যাবে’, যার উপস্থিতিতে উষ্ণতা ছড়ায় আর মন প্রফুল্ল হয়ে যায়, যার কাছে মনের সব কথা খুলে বলা যায় নিঃসঙ্কোচে, তিনিই তো ‘হলুদ মানুষ’।

গোলাপের চিরাচরিত প্রেমের প্রতীক এখন যেন কিছুটা পুরনো। তরুণ প্রজন্মের কাছে সূর্যমুখী ফুলের উষ্ণতা, ‘হলুদ মানুষ’-এর মতোই, এক অন্যরকম ভালোবাসার প্রতীক।

দিল্লির রিলেশনশিপ বিশেষজ্ঞ রুচি রুহ বলেন, “এই মানুষগুলো কঠিন পরিস্থিতিতেও আশার আলো দেখেন। তাদের উপস্থিতিতে অন্যরা স্বস্তি বোধ করেন, আস্থা পান।”

‘হলুদ মানুষ’- এর প্রভাব প্রেমের জগতেও পড়েছে। এখন সবাই এমন মানুষ খুঁজছেন, যার সান্নিধ্যে শান্তি মেলে, বিশৃঙ্খলা নয়। রুহ আরও বলেন, “আমরা এখন নাটকীয় প্রেমের গল্প থেকে সরে এসে হালকা, উজ্জ্বল সম্পর্কের দিকে ঝুঁকছি।”

তবে, সবার পছন্দ তো আর এক নয়। কেউ গভীরতা আর তীব্রতা খোঁজেন, কেউ বা শান্ত, স্নিগ্ধ সম্পর্ক।

‘হলুদ মানুষ’-এর সান্নিধ্য শুধু মনের নয়, শরীরের জন্যও উপকারী।

এ প্রসঙ্গে কাউন্সেলিং সাইকোলজিস্ট আকৃতি আস্থা বলেন, “ইতিবাচক মানুষের সঙ্গে থাকলে রক্তচাপ কমে, হৃদরোগের ঝুঁকি কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।”

হলুদ মানুষেরা জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেন, কঠিন সময়ে পাশে থাকেন।

তবে, ‘হলুদ মানুষ’-ও তো মানুষ। তাদেরও দুর্বলতা থাকতে পারে। অতিরিক্ত উজ্জ্বলতা কখনও কখনও অসহ্য লাগতে পারে, বিশেষ করে যখন মন খারাপ থাকে। রুহ বলেন, “তারা হয়তো দ্বন্দ্ব এড়িয়ে যান, সবাইকে খুশি করার চেষ্টা করেন, গভীর সমস্যাগুলো এড়িয়ে যান।”

মনে রাখতে হবে, সুখের জন্য অন্যের ওপর নির্ভর করা ঠিক নয়। নিজের মানসিক শক্তি বাড়ানো, নিজের যত্ন নেওয়া জরুরি। আকৃতি আস্থা বলেন, “প্রকৃত সুস্থতা ভেতর থেকে আসে।” রুহ যোগ করেন, “কারও জন্য ‘হলুদ মানুষ’ জীবনরেখা হতে পারেন, কারও জন্য অতিরিক্ত সূর্যের আলো।”

তাই, আপনার জীবনে যদি এমন ‘হলুদ মানুষ’ থাকেন, তবে তাকে মূল্য দিন। আর যদি না থাকেন, তবে নিজেই হয়ে উঠুন কারও জীবনের ‘হলুদ আলো’। কোল্ডপ্লের ‘ইয়েলো’ গানটি শুনতে শুনতে, না হয় তাদের কথাই ভাবুন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত