Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

w6
[publishpress_authors_box]

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দাপুটে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। বাংলাদেশি বোলারদের সামনে কলম্বোয় দাঁড়াতে না পেরে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ওভারেই দুই উইকেট নিয়েছিলেন বাংলাদেশি পেসার মারুফা আকতার। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

 অভিষেকে ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার। সোবহানা মোস্তারি অপরাজিত ছিলেন ১৯ বলে ২৪ রানে।

প্রথম ওভারেই ২ উইকেক নেন মারুফা।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা। শামিমকেও ফিরিয়েছেন নাহিদা। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেছেন শামিম।

দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরও বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে এলবিডব্লিউ করেন রাবেয়া। অধিনায়ক ফাতিমা সানার ৩৩ বলে ২২ আর শেষ দিনে দিয়ানা বেগের ২২ বলে ১৬*তে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা আক্তার। এ ছাড়া মারুফা ও নাহিদা নেন ২টি করে উইকেট।

৬২ রানের জুটি গড়ের জ্যোতি ও রুবাইয়া।

জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার ফারজানা হক ১৭ বলে ২ রান করে ফেরেন। উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ শারমিন আক্তার। তার ব্যাট থেকে এসেছে ১০ রান। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়ককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ‍রুবাইয়া হায়দার। ২৩ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে সেই জুটি। সোবহানা মোস্তারিকে নিয়ে বাকি কাজটা সারেন রুবাইয়া। দারুণ ব্যাটিংয়ে ওয়ানডে অভিষেকেই ফিফটি করা রুবাইয়া অপরাজিত ছিলেন ৭৭ বলে ৮ বাউন্ডারিতে ৫৪ রানে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত