Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের হতাশা

by7
[publishpress_authors_box]

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে বাগে পেয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭৮ রানে হারায় ৫ উইকেট। কিন্তু হিদার নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংসে বাংলাদেশকে হতাশায় ডোবায় ইংল্যান্ড।

অথচ তিন তিনবার জীবন পেয়েছিলেন নাইট। প্রথম বলেই আউটের আবেদন হয়েছিল। উইকেটের পেছনে ক্যাচ দেন নিগার সুলতানাকে, মাঠের আম্পায়ার আউটও দেন কিন্তু রিভিউয়ে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় আউটের সিদ্ধান্ত বদলান ভারতীয় টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান।

সপ্তম ওভারে ব্যক্তিগত ৮ রানে মারুফার বলে এলবিডব্লু হন নাইট। এবারও মাঠের আম্পায়ার আউট দেন। কিন্তু নাইট রিভিউ নিয়ে বাঁচেন। এরপর ১৩ রানে ফাহিমার বলে কাভারে তার ক্যাচ নেন স্বর্ণা আক্তার। আউট ভেবে নাইটও ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন। কিন্তু মাঠের আম্পায়ার ব্যাপারটি নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন। টিভি আম্পায়ার গায়াত্রী ভেনগোপালান রিপ্লে দেখে মনে করেছেন, ফিল্ডারের আঙুল বলের নিচে ছিল না!

অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোদ হিদার নাইটই বললেন, ‘‘এক ইনিংসে তিনবার আউট হতে হতে বেঁচে গিয়েছি। আমার জন্য নতুন একধরনের অভিজ্ঞতা। ভেবেছিলাম বলটা হাতে জমে গিয়েছিল। ক্যাচটা যৌক্তিক ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার দিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত। কিছুটা তো ভাগ্যের সহায়তা পেয়েছিই।’’

টিভি আম্পায়ারের এ সিদ্ধান্ত যে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে, সেটাই বললেন ফাহিমা , ‘‘আমাদের জন্য সিদ্ধান্তটা হতাশার। দলের সব খেলোয়াড়ের মনে হয়েছে, এটা পরিষ্কার আউট। আউট দেওয়ার পর সিদ্ধান্তটি বদলানো হয় যা হতাশার।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত