গত জুনে অর্ধশত প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেশ কয়েকজনের সুযোগ পাওয়ার সম্ভাবনাও ছিল অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। তবে আজ (শুক্রবার) শুরু হওয়া ক্যাম্পের জন্য আপাতত ডাক পেলেন শুধু যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। বাফুফের ট্রায়ালে জায়ান আহমেদের স্কিল ও ফিটনেস দুটোই মুগ্ধ করেছিল অনেককে।
বাফুফে অবশ্য ক্যাম্পের জন্য ১৯ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে। ডাক পাওয়া ফুটবলারদের আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলারদের ডাকা হবে ১২ আগস্টের পর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ শেষে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যোগ দিবেন এই দুই ক্লাব থেকে ডাক পাওয়া খেলোয়াড়রা।
অনূর্ধ্ব-২৩ দলে আছেন সাকিব আল হাসানও। কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকা এই ফুটবলার আগলান গোলপোস্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন গত ফেব্রুয়ারিতে।
২০ বছর বয়সী সাকিবের বাড়ি নওগাঁ। বিকেএসপির সাবেক ছাত্র সাকিব ঢাকায় দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলেছেন ২০১৯ সালে। ২০২০-২১ মৌসুমে তাকে দলে নিয়ে আসেন তখনকার মোহামেডানের কোচিং স্টাফরা। গত মৌসুমে মোহামেডানের হয়ে বেশ কয়েকটি ম্যাচেও সুযোগ পেয়েছিলেন সাকিব।
জন্মনিবন্ধনে তার নাম ছিল মোহাম্মদ সাকিব হোসেন। তবে পঞ্চম শ্রেণিতে পিএসসি পরীক্ষার নিবন্ধনের সময় স্কুলের এক শিক্ষক নাম দেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান নামেই ২০১৮ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন বিকেএসপিতে। এরপর আর নাম বদল করেননি তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (আংশিক) :
গোলরক্ষক: সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ।
ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মইনুল ইসলাম মইন।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা, মুরশেদ আলী।