পর্তুগালে এই মাসে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌস। নেলসন ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপেও সোনা আছে তার। বাংলাদেশের হয়ে ২০২৩ হাংজু এশিয়ান গেমসে খেললেও সাফল্য পাননি জিনাত। এবার তিনি অংশ নিবেন জাতীয় বক্সিংয়ে।
আগামীকাল (রবিবার) শুরু হতে যাওয়া ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় খেলবেন জিনাত। তিনি খেলবেন গুডউইল ক্লাবের হয়ে। গুডউইল ক্লাবই জিনাতের আসা-যাওয়া ও আনুষাঙ্গিক ব্যয় বহন করছে।
এ নিয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বললেন, ‘‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৫২ কেজি ওজন শ্রেণীতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ (জাতীয় প্রতিযোগিতায়)। আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’’
চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয় থেকে বিদেশি বক্সারের এন্ট্রি নিয়েছিল ফেডারেশন। জাতীয় প্রতিযোগিতায় বিদেশি নাগরিকের নাম থাকায় শুরু হয় বিতর্ক। সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে এমএ কুদ্দুস বললেন, ‘‘তারা আমাদের খেলোয়াড় তালিকা পাঠিয়েছে। এর মধ্যে ২ জন শ্রীলঙ্কা, একজন আফগানিস্তান ও ভুটানের বক্সার রয়েছে। যেহেতু জাতীয় পর্যায়ে বিদেশিদের খেলার সুযোগ নেই। তাই টুর্নামেন্ট থেকে তাদের বাদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
বক্সিং ফেডারেশনের আনুষ্ঠানিক নাম ছিল বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। এখন অ্যামেচার উঠে গেছে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক কুদ্দুস জানালেন, ‘‘আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের নির্দেশনায় এটি উঠানো হয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদও এই বিষয়ে অবহিত।’’