২০২৩ থেকে আল নাসরে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরপর একটি বড় শিরোপার জন্য চেষ্টার ত্রুটি ছিল না রোনালদোর। অথচ পর্তুগীজ যুবরাজের হাতে ধরা দেয়নি সৌদি প্রো লিগও। এএফসি অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ তো আরও দূরের বিষয়।
মঙ্গলবার রাতে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় আল নাসরের আরও একটি শিরোপা জয়ের স্বপ্ন শেষ হলো। এই হারে ঘরোয়া সৌদি কিংস কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে রোনালদোরা। নিজে গোল পাননি, দলের সাদিও মানে, হওয়াও ফেলিক্সও হতাশ করেছেন। উল্টোদিকে ইত্তিহাদের হয়ে বেনজেমা গোল পেয়েছেন।
২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতলেও সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়। পর্তুগিজ কিংবদন্তি এ পর্যন্ত ১৩টি অফিশিয়াল টুর্নামেন্টে আল নাসরের হয়ে খেলেও ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেননি। আল নাসরের হয়ে এ পর্যন্ত তিনবার ফাইনালে খেলে সব কটিই হেরেছেন।
সৌদি প্রো লিগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হয় আল নাসর। গত মৌসুমে হয়েছে তৃতীয়। এবারের মৌসুমে অবশ্য ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে আল নাসর। গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুতে সেমিফাইনালে খেলাই ছিল এ প্রতিযোগিতায় আল নাসরের হয়ে রোনালদোর সর্বোচ্চ সাফল্য। যদিও সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর পারফরম্যান্স বেশ ভালো। এবারের মৌসুমসহ এ পর্যন্ত চার মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ১২০ ম্যাচে ১০৬।
লিগে এ পর্যন্ত ৬ ম্যাচের সব কটি জিতে সঠিক পথেই আছে আল নাসর। লিগে এ পর্যন্ত ৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি একটি গোল বানিয়েছেন রোনালদো। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৭টি গোল করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মাতানো কিংবদন্তি।



