Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান নয়, নেপাল

bd-football-team18-20250906173204
[publishpress_authors_box]

আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না বাংলাদেশের। কারণ মিয়ানমার। তারা এশিয়া কাপ বাছাই পর্বের নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে খেলতে রাজি না হওয়ায় আফগানিস্তানও আসছে না ঢাকায়। এখন বাংলাদেশ প্রস্তুতি ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে।

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ এশিয়া কাপ ফুটবল বাছাই পর্বে ঢাকায় মুখোমুখি হবে ভারতের। এই ম্যাচের প্রস্তুতি হিসাবে ১৩ নভেম্বর আফগানিস্তান ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছিল। কিন্তু বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, “মিয়ানমার বাংলাদেশে এসে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় আফগানিস্তানও আসছে না। তাই ১৩ নভেম্বরের প্রীতি ম্যাচটি আর আফগানিস্তানের সঙ্গে হচ্ছে না। তবে নেপাল আসছে, তাদের সঙ্গেই খেলবে বাংলাদেশ।”

কথা ছিল, ১৮ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ও কিংস অ্যারেনায় মিয়ানমার-আফগানিস্তান খেলবে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ। মিয়ানমারের অনাগ্রহে এই ম্যাচটি হচ্ছে না ঢাকায়। আফগানিস্তানও তাই আসছে না বাংলাদেশে। আসছে নেপাল, ১৩ নভেম্বর তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত