Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বিপিএলে নেই ফরচুন বরিশাল দল নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান

বিপিএল
[publishpress_authors_box]

তামিম ইকবালের বিসিবি নির্বাচনে না থাকা ফরচুন বরিশালের বিপিএলে অনাগ্রহ আগেই নিশ্চিত করে দিয়েছিল। এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দেওয়ার শেষ দিকে তা নিশ্চিত হলো। ফরচুন বরিশাল বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেনি। গত দুই আসরের চ্যাম্পিয়নরা না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ফরচুন বরিশাল না থাকলেও বরিশালের দল থাকতে পারে। কারণ দেশের স্বনামধন্য ট্রাভেল প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজ এই ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে। থাকতে পারে বহুল আলোচিত নোয়াখালির দলও। এই ফ্র্যাঞ্চাইজি পেতে চায় বাংলা মার্ক। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে দুটি প্রতিষ্ঠান – দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ।

নতুন আবেদন করা প্রতিষ্ঠানের মধ্যে এসএস গ্রুপের মাধ্যমে ফিরতে পারে বিপিএলের সর্বোচ্চ চ্যাম্পিয়ন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। এবার নাম বদলে হতে পারে কুমিল্লা ফাইটার্স। বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে মোট ১০টি প্রতিষ্ঠান। তারা দেশের ৯টি অঞ্চলের দল নিতে আগ্রহ দেখিয়েছে। কতগুলো দল নিয়ে বিপিএল হবে তা এখনও ঠিক হয়নি।

গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসই কেবল এবারও আগ্রহ প্রকাশ করেছে। রংপুর রাইডার্স থাকবে আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হারলান।

আগে বিসিবির সঙ্গে আর্থিক জটিলতা থাকলেও, চিটাগাং কিংসও এবার আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অধিকার পাওয়ার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টসও। আগের মতোই খুলনা টাইগার্সের মালিকানা পেতে চায় মাইন্ট ট্রি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত