কোরবানির ঈদ সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রথম সপ্তাহে ১৪ জন জিতে নিলেন হাইসেন্স ডিপ ফ্রিজ ও ৪৩-ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি।
আগামী ৫ জুন পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে প্রথম সপ্তাহের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশে মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) শীর্ষ প্রতিষ্ঠানটি।
বিকাশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১০ হাজার বা এর বেশি টাকার রেমিটেন্স গ্রহণ করলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন ৫০০ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর ও বিকাশের হেড অফ রেমিটেন্স মোহাম্মদ জাহিদুল আহসান। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ, টিভি ও ডিসকাউন্ট কুপন পাবেন। প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সব বিজয়ীর কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে।
দেশজুড়ে বিস্তৃত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা থেকে হাইসেন্সের ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।
ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশ-এর অফিশিয়াল ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইটের এই https://www.bkash.com/page/rem-eid-anondo-june লিংকে।