Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতিই সিঙ্গাপুরের অধিনায়ক!

সিঙ্গাপুরের অধিনায়ক হারিস হারুন।
সিঙ্গাপুরের অধিনায়ক হারিস হারুন।
[publishpress_authors_box]

বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি কাজী সালাউদ্দিন টানা ১৬ বছর ছিলেন বাফুফে সভাপতি। বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আউয়ালও ছিলেন সাবেক ফুটবলার। এছাড়া বর্তমান কমিটিতে থাকা অনেকেই সাবেক ফুটবলার। তাই বলে নির্বাহী কমিটির কেউ জাতীয় দলে খেলছেন, এই ধারণাটা অকল্পনীয় বাংলাদেশে।

বাংলাদেশে যা কল্পনা করা যায় না সেটাই বাস্তব সিঙ্গাপুরের ফুটবলে। দলটির বর্তমান অধিনায়ক হারিস হারুন শুধু মাঠে নয় মাঠের বাইরেও সত্যিকারের নেতা। তিনি সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। এ বছরের ২৯ এপ্রিল দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সহ-সভাপতি হন তিনি। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে অ্যাসোসিয়েশনে আসা প্রথম সিঙ্গাপুরিয়ান ফুটবলার হারিস হারুন।

২০০৭ সালে সিঙ্গাপুর জাতীয় দলে অভিষেক হয়েছিল হারিস হারুনের। ডিফেন্সিভ মিডফিল্ড আর সেন্টার ব্যাক পজিশনে খেলা ৩৪ বছরের হারুন সিঙ্গাপুরের জার্সিতে খেলেছেন ১৪০ ম্যাচ। এটা অবশ্য রেকর্ড নয়। তার চেয়েও বেশি ম্যাচ খেলার কীর্তি আছে আরও দুজন সিঙ্গাপুরের ফুটবলারের।

২০১৪ থেকে ২০২১ সালে ক্যারিয়ারের স্বর্ণালি সময়টা মালেশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমে খেলেছেন হারিস হারুন। ২০১৫ সালে তাদের হয়ে জিতেছেন এফসি কাপের শিরোপা। ৩৪ বছর বয়সী হারুন তাদের হয়ে জিতেছেন ছয়টি মালেশিয়া সুপার লিগের শিরোপাও। সিঙ্গাপুরের প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ তৃতীয় বিভাগেও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে ঢেলে দিতে চাইবেন নিশ্চিতভাবে।

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুই ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। সাদ উদ্দিন জাতীয় দলের রক্ষণের বাঁ পাশে খেলেন অনেক দিন ধরেই।  তার সঙ্গে তাজ উদ্দিন রক্ষণের ডান প্রান্তে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন ভুটানের বিপক্ষে। সিঙ্গাপুর জাতীয় দলেও একসঙ্গে খেলছেন ইলহান-ইকসান ফান্ডি আর হ্যারিস-রাইয়ান স্টুয়ার্ট ভ্রাতৃদ্বয়। ইলহান-ইকসানের আরেক ভাই ইরফান ফান্ডিও খেলেছেন সিঙ্গাপুর জাতীয় দলে।

দুই ভাই ইকসান আর ইলহান ফান্ডি খেলেন সিঙ্গাপুর দলে। তাদের আরেক ভাই ইরফানও খেলেছেন সিঙ্গাপুরের হয়ে।

 হ্যারিস-রাইয়ান দুজনই ডিফেন্ডার। হ্যারিস খেলেন ডিফেন্সিভ মিডফিল্ড আর সেন্টারব্যাক হিসেবে। হ্যারিসের পুরো নাম শুনলে আঁতকে উঠবেন অনেকে। আট শব্দে তার নাম-হ্যারিস রিজাল গ্যারেথ স্টুয়ার্ট বিন মুহাম্মদ ইয়ান স্টুয়ার্ট! তার ভাই রাইয়ান খেলেন রাইটব্যাক পজিশনে। তার নামটা অপেক্ষাকৃত ছোট- রায়ান এউইন গ্রিফিন স্টুয়ার্ট। তাদের বাবা ওয়েলশের তবে মা সিঙ্গাপুরের।

অপর দুই ভাই ইকসান আর ইলহান ফান্ডি ফরোয়ার্ড। ইকসানের বয়স ৩৯ বছর ও ইলহানের ২২। সিঙ্গাপুরের বর্তমান দলটির হয়ে সবচেয়ে বেশি ২০ গোল করেছেন ইকসান ফান্ডি। ইলহান ফান্ডির গোল আছে ২টি। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরকে হারাতে হলে এই দুই জোড়া ভাইকেও হারাতে হবে বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত