ঢাকার উত্তরায় মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের প্রতিনিধির কাছ থেকে র্যাব পরিচয়ে এক কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তারা হলো- সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য জালাল উদ্দিন ওরফে রবিউল ও পুলিশের চাকরিচ্যুত সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহীন, ইমদাদুল শরীফ ওরফে নয়ন, সাইফুল ইসলাম শিপন ও মো. হাসান।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত তাদের ছয়দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে পুলিশকে।
বৃহস্পতিবারই রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে পুলিশ ও সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যকে ডাকাত দলের দলনেতা হিসেবে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মামলায় বলা হয়, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে এক কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন।
বাসার সামনে বাম পাশে পৌঁছতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হাইস গাড়ি মোটরসাইকেল দুটির গতিরোধ করে। পরে র্যাব পরিচয়ে ও র্যাবের পোশাক পরা ৮-১০ জন অস্ত্রের মুখে ওই চারজনকে জিম্মি করে ব্যাগ দুটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ১৪ জুনই নগদের মানি ডিস্ট্রিবিউটর আব্দুর রহমান উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।