Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পদত্যাগের ইচ্ছা নেই : শিক্ষা উপদেষ্টা

c r abrar
[publishpress_authors_box]

অনেকে দাবি তুললেও নিজে থেকে পদত্যাগের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরদিন নির্ধারিত এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। পরে পুলিশ ও যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে সি আর আবরার সাংবাদিকদের বলেন, “আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনও অভিপ্রায় নেই।”

এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় উপদেষ্টা বলেন, “কারণ এখানে আমার কাজের কোনও ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে নিজেকে আঁকড়ে ধরার বা জাস্টিফাই করার কিছু নাই।”

গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের প্রাথমিক শাখার ভবনে।

এই দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ২৯ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী।

ওই দুর্ঘটনার পরদিন মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত ছিল। বিমান বিধ্বস্তে হতাহতের পর এমন শোকের পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও শিক্ষা মন্ত্রণালয় সোমবার মধ্যরাত পর্যন্ত ছিল নীরব।

এক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিলে রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত জানতে পারেন পরদিন সকালে। তারপরই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শুরু হয় বিক্ষোভ।

বিক্ষোভ চলাকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া গত ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে।

কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, স্থগিত পরীক্ষার নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

গত মার্চে শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার। উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি পরিচিত ছিলেন শরণার্থী ও শ্রমঅভিবাসন বিশেষজ্ঞ হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ বছর শিক্ষকতা করা সি আর আবরার ছিলেন শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক। এছাড়া একসময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’এর সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত