Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

৬৩*, ১১৬*, ১২৩ : এবার ৩৯ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

আবারও বিধ্বংসী সেঞ্চুরি এবি ডি ভিলিয়ার্সের। ছবি: এক্স
আবারও বিধ্বংসী সেঞ্চুরি এবি ডি ভিলিয়ার্সের। ছবি: এক্স
[publishpress_authors_box]

৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এবি ডি ভিলিয়ার্স। পেশাদারি ক্রিকেটে ছেড়েছেন তাও ৪ বছর পেরিয়ে গেছে। বয়স এখন তার ৪১। কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটারের ব্যাটিং ধার এতটুকু কমেনি। এখনও বিস্ফোরক ব্যাটিংয়ে বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন ডি ভিলিয়ার্স।

অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। ছয়টি আন্তর্জাতিক দল নিয়ে সাজানো হয়েছে এই টুর্নামেন্ট। এখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ডি ভিলিয়ার্স।

ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে আগের ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার শতক পূরণ করেছেন আরও কম বলে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স।

রবিবার (২৭ জুলাই) অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। এই ম্যাচে ২২ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন ডি ভিলিয়ার্স। পরের ৫০ আরও দ্রুত, মাত্র ১৭ বলে। তাতে ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছায় প্রোটিয়া ব্যাটার।

শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ১৫ চার ও ৮ ছক্কায়। তাতে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটে করে ২৪১ রান।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ডি ভিলিয়ার্স ব্যাট হেসেই চলেছে। ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে আগের ম্যাচেই ৪১ বলে সেঞ্চুরি পূরণ করে খেলেছিলেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। এর আগের ম্যাচে খেলেন অপরাজিত ৬৩ রানের ইনিংস।

এই প্রতিযোগিতায় ডি ভিলিয়ার্সের চারটি ইনিংস যথাক্রমে- ৩, ৬৩*, ১১৬*, ১২৩।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত