Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক বেথেল

U6
[publishpress_authors_box]

১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন মন্টি বাউডেন। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা তখন থেকেই তার। সেই কীর্তি ভাঙতে যাচ্ছে এ বছরের সেপ্টেম্বরে।

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে জ্যাকব বেথেলকে। মাঠে নামলেই ২১ বছর বয়সী বেথেল ভাঙবেন ১৩৬ বছরের বেশি সময় অক্ষত থাকা রেকর্ডটা।

সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকসহ জফ্রা আর্চার, ব্রাইডন কার্স, বেন ডাকেট ও জেমি স্মিথকে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বেথেলকে।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বেথেলের। ইংল্যান্ডের হয়ে ন চারটি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে না থাকলেও এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন ব্রুক, আর্চাররা। ঘরোয়া ক্রিকেট ধারাবাহিক পারফর্ম করে মূল দলে জায়গা করে নিয়েছেন সনি বেকার। ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, লুক উড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত