Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার উপহারের ফ্ল্যাট বিক্রি করছেন শাকিল

ফ্ল্যাট হস্তান্তরের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত
ফ্ল্যাট হস্তান্তরের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

এসএ গেমসের সোনাজয়ী শুটার শাকিল আহমেদ সরকারি ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন! ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত এই গেমসে ৫০ মিটার ফ্রি পিস্তলে সোনা জেতার পর এই শুটারকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্ল্যাটটি বিক্রির অনুমোদনের জন্য ইতিমধ্যে শাকিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছেন।

শুধু শাকিল নন, ভারতে অনুষ্ঠিত এই দক্ষিণ এশিয় গেমসে সোনাজয়ী আরও দুই অ্যাথলেটকে ফ্ল্যাট উপহার দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি দুই জন হলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গণভবনে ২০১৯ সালের ২৪ অক্টোবর তাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেন সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু সেই উপহারের ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিল।

ভারত ও পাকিস্তানের শুটারের সঙ্গে সোনাজয়ী শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারের দেওয়া উপহার কেন বিক্রি করতে চাইছেন? জবাবে শাকিল বলেন, “আমি অনেক দিন ধরেই এই ফ্ল্যাটটি বিক্রির পরিকল্পনা করেছি। বসুন্ধরা আবাসিক এলাকায় আমি নতুন একটি ফ্ল্যাট কিনব। এটি বিক্রি করে সেই অর্থসহ আরও কিছু টাকা দিয়ে নতুন ফ্ল্যাট কিনতে চাই।”

শুরুতে রাজউকের উত্তরায় নির্মিত ফ্ল্যাট শাকিলসহ তিন অ্যাথলেটকে বরাদ্দ দিয়েছিল সরকার। কিন্তু পরে তাদের অনুরোধের প্রেক্ষিতে মিরপুর ১৫ নম্বর সেকশনের ১০০টি আবাসিক ফ্ল্যাট প্রকল্পের অধীনে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খেলোয়াড়রা ছাড়াও ফ্ল্যাট উপহার পান ২১ আগস্ট গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গসহ অনেকে।

সম্প্রতি ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে পাওয়া রাজউক ও জাতীয় আবাসন কর্তৃপক্ষের বরাদ্দ পর্যালোচনা করছে সরকার। এর জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও মিরপুর ১৫ নম্বরে বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোর ব্যাপারে তদন্ত শুরু হয়নি। তবে ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে প্রশাসনিক বা আইনী অস্বচ্ছতা প্রমাণিত হলে কোনো সমস্যা হবে কিনা কে জানে। তাহলে কি এমন শঙ্কা এড়াতেই সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন শাকিল? শাকিলের স্পষ্ট জবাব, “তেমন কোনও কিছুর জন্য ফ্ল্যাট বিক্রি করছি না। এটা একান্তই আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। এখানে অন্য কোনও কিছু ভাবার সুযোগ নেই।”

২০১৯ সালে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হলেও শাকিল সেটি বুঝে পান আরও এক বছর পরে। মিরপুর সাব রেজিস্ট্রি কার্যালয়ে ৮০৭৯ নম্বর লিজ দলিলে ২০২০ সালের ২ ডিসেম্বর শাকিলের নামে সরকারি ফ্ল্যাটটি রেজিস্ট্রি ও নামজারি করে দেওয়া হয়। এরপর থেকে সেটি ভোগ দখলে রয়েছেন শাকিল।

শুটিং রেঞ্জে অনুশীলনে শাকিল। ছবি: সংগৃহীত

ফ্ল্যাটটি বিক্রির অনুমোদনের জন্য ২০২৪ সালের ডিসেম্বরে শাকিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছেন। কিন্তু এখনও কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। ওই চিঠিতে ক্রেতার নাম উল্লেখ করা হয়েছে জনৈক সুফিয়া ফেরদৌসী নীলা এবং তার নমুনা স্বাক্ষরও আছে ওই আবেদন পত্রে। এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চেয়ে এরপর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের সদস্য এস এম সোহরাব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত