Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

লিভারপুলে যেতে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন নিউক্যাসলের ইসাক

নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক। ছবি: এক্স
নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক। ছবি: এক্স
[publishpress_authors_box]

ইউরোপিয়ান ফুটবলের দলবদলে কারও মন ভাঙে, কারও মুখে হাসি ফোটে। পুরোটাই ঘটে পছন্দের খেলোয়াড়কে পাওয়া-না পাওয়ার ভিত্তিতে। এবারের দলবদলে যেমন নিকো উইলিয়ামস প্রায় চলেই গিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু একদিনের ব্যবধানে বর্তমান ক্লাব আথলেতিক বিলবাওয়ের সঙ্গে তার দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে যায়। দলবদলের এই ‘নিষ্ঠুরতায়’ গ্যারাকলে পড়েছেন আলেক্সান্ডার ইসাক। লিভারপুল তাকে চাইছে, তিনিও যেতে রাজি; কিন্তু নিউক্যাসল তাকে কিছুতেই ছাড়বে না!

এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো উদাহরণ হতে পারতেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তাকে পাওয়ার জন্য দুই মৌসুম ধরে চেষ্টা করেছে, এই ফরোয়ার্ডও রিয়ালের জার্সিতে খেলতে মুখিয়ে ছিলেন। কিন্তু প্যারিস সেন্ত জার্মেই তাকে কিছুতেই ছাড়তে রাজি ছিল না। তাই ‘ইচ্ছা’ থাকা সত্ত্বেও নিরুপায় ছিলেন এমবাপ্পে।

তবে পিএসজির বিরুদ্ধে কখনও নেতিবাচক কোনও মন্তব্য করতে শোনা যায়নি শেষ পর্যন্ত স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারা এমবাপ্পেকে। ফলে এমবাপ্পের ঘটনার সঙ্গে ইসাকের ব্যাপার মেলানো যাচ্ছে না। কারণ এই সুইডিশ স্ট্রাইকার রীতিমতো ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন বর্তমান ক্লাব নিউক্যাসলের বিরুদ্ধে।

ইসাককে খুব করে দলে চাইছে লিভারপুল। এজন্য ২০ দিন আগে অলরেডস ১১০ মিলিয়ন পাউন্ডের লোভনীয় প্রস্তাব করেছে নিউক্যাসলের কাছে। কিন্তু ইসাকের বর্তমান ক্লাব প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুইডিশ স্ট্রাইকার বিক্রির জন্য নয়।

দলের সেরা খেলোয়াড়কে কোনও ক্লাব বিক্রি করতে চাইবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ইসাক সেটা মানবেন কেন! তিনি ‘বড়’ ক্লাবে খেলার স্বপ্ন দেখেন, শিরোপার আনন্দে ভেসে যেতে চান। সেই সুযোগটা যখন লিভারপুল থেকে এসেছে, সেটা কিছুতেই হাতছাড়া করতে রাজি নন ইসাক। নিউক্যাসল তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই প্রকাশ্যে ক্লাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার।

বিবিসি জানাচ্ছে- ইসাক বিশ্বাস করে, বড় কোনও ক্লাব যদি তাকে নিতে চায় এবং সঠিক দাম প্রস্তাব করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে চলে যেতে দেওয়া উচিত। কিন্তু লিভারপুল থেকে বড় প্রস্তাব পাওয়ার পরও নিউক্যাসল সেটি প্রত্যাখ্যান করেছে। ইসাকের দাবি, ক্লাব তার সঙ্গে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ করেছে। এই অবস্থায় দুই পক্ষের আর একসঙ্গে থাকা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইসাক লিখেছেন, “বাস্তবতা হলো, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ক্লাবটি দীর্ঘদিন ধরে আমার অবস্থান জানে। যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় ও বিশ্বাস ভেঙে যায়, তখন সেই সম্পর্ক আর এগিয়ে নেওয়া যায় না। আমার এখানকার অবস্থা এখন সেরকমই। একারণেই (ক্লাব) পরিবর্তন কেবল আমার জন্য নয়, সবার জন্যই কল্যাণকর।”

তার এই পোস্টে স্বভাবতই হতাশ নিউক্যাসল। তাদের দাবি, “আলেক্স (ইসাক) এখনও আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। এবারের গ্রীষ্মেই তিনি নিউক্যাসল ছাড়তে পারবেন- এমন কোনও প্রতিশ্রুতি কখনই ইসাকে দেওয়া হয়নি ক্লাব থেকে।”

প্রশ্ন হলো, আরও বড় প্রস্তাব পেলে কি তারা ছাড়বে ইসাককে? লিভারপুল কি নতুন কোনও প্রস্তাব করবে? বিবিসির খবর, অর্থের পরিমাণ বাড়িয়ে নতুন প্রস্তাব তৈরি করছে অলরেডস। এবারের প্রস্তাবটি ১২০ মিলিয়ন পাউন্ড হতে পারে বলে জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত