সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে। জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্য গোলটি করেছেন সুরভী আকন্দ প্রীতি।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।
১৯ তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।
দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।
১৯তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে সুরভী আকন্দ প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে জালে জড়ান প্রীতি নম্বর। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি।
বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। আর আলপির গোলটি সেই আক্রমণেরই ফল। ৫৪ মিনিটে বক্সের সামনে থেকে লং রেঞ্জের দুর্দান্ত শটে গোল করেন আলপি।
গোল শোধে মরিয়া ছিল স্বাগতিক ভুটান। বার বার আক্রমণে উঠতে থাকে স্বাগতিকরা। এরপর ৬১ মিনিটে রিনজিন দেমা চোদেন গোল দেন (২-১)। প্রথম চেষ্টায় ভুটানের এক ফরোয়ার্ডের শট বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী। তার হাত ফসকে যাওয়া বলে শট নেন রিনজিন। গোল করেই গ্যালারির দিকে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ফরোয়ার্ড।
৬৬ মিনিটে আবারও আলপি আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ । কর্ণার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে প্লেসিংয়ে ৩-১ করেন আলপি।
বাকি সময়ে দুই দল গোলের চেষ্টা করেও পারেনি গোল দিতে।