এবারের মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের ‘বি’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। যেখানে তাদের সঙ্গী ওমানের আল সিব ক্লাব, লেবাননের আল আনসার এফসি ও কুয়েতের কুয়েত এফসি ক্লাব।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় চ্যালেঞ্জ লিগের এবারের আসরের গ্রুপ।
ড্র অনুষ্ঠানের চার নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। এক নম্বর পট থেকে ‘বি’ গ্রুপে এসেছে আল সিব ক্লাব। দুই নম্বর পট থেকে এসেছে আল আনসার এফসি আর তিন নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি ক্লাব।
ড্রয়ের বাছাই অনুযায়ী, নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হওয়ার কথা বসুন্ধরা কিংসের। আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
এর আগে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারায় বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। ১২ আগস্ট দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। ওই জয়েই মূলত চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় কিংস।
গ্রুপ বি : বসুন্ধরা কিংস (বাংলাদেশ), আল সিব ক্লাব (ওমান), আল আনসার এফসি (লেবানন), কুয়েত এফসি (কুয়েত)।