Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Beta
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ডেঙ্গু : আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৫ জন

dengue2
[publishpress_authors_box]

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৪৫ জন ডেঙ্গু রোগী। অধিদপ্তর এর আগে মঙ্গলবার ৪৭৩ জন, সোমবার ৫৫২ জন এবং রবিবার ৫৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার তথ্য জানায়।

অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার তিনজনের মৃত্যুর খবর দেয় অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্যমতে, নতুন ৪৪৫ জনকে নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জন। সর্বশেষ দুইজনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ১২৭ জনের।

অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ৪৪৫ জনকে নিয়ে সেপ্টেম্বরের প্রথম তিনদিনে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৭০ জন। আগস্ট মাসে ভর্তি হয় ১০ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী।

অধিদপ্তরের তথ্যমতে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম বিভাগে; ৯৮ জন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন।

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জুলাই মাসে, ১০ হাজার ৬৮৪ জন। এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়।

চলতি মাসের প্রথম দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি; মাসের দ্বিতীয় দিন তিনজনে আর আর বুধবার তৃতীয়দিন দুইজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা দুইজনই নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, আরেকজন বরিশাল বিভাগের। তাদের মধ্যে ৩৫ বছরের এক নারী চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকজন চিকিৎসাধীন ছিলেন ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে।

তাদেরকে নিয়ে চলতি মাসের প্রথম তিনদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ রোগে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ বছর সবচেয়ে বেশি, ৪১ জন মারা গেছে জুলাই মাসে। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যায়। মার্চ মাসে কোনও রোগীর মৃত্যু হয়নি।

মোট মারা যাওয়া ১২৭ জনের মধ্যে পুরুষ ৭০ জন, নারী ৫৭ জন।

২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছর রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এ রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যায় ৫৭৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত