Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব বিবর্ণ তবে দল প্লে অফে

Shakib cpl
[publishpress_authors_box]

ব্যাট হাতে একদমই নিরব, বল হাতে এক উইকেট। অ্যান্টিগার হয়ে দিনটি মোটেও ভালো কাটেনি সাকিব আল হাসানের। তবে দল সাফল্য পেয়েছে। প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে নাম লিখিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটে জিতেছেন সাকিবরা। আগে ব্যাট করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স মাত্র ৯৯ রানে অলআউট হয়। জবাবে অ্যান্টিগা ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে।

আগে ব্যাট করা গায়ানাকে কম রানে বেঁধে ফেলেন ৪ উইকেট নেওয়া জেডন সিলস ও ৩ উইকেট নেওয়া উসামা মির। সাকিব ফিরিয়েছেন গুদাকেশ মোতিকে। সাকিবের বলে সামনে এগিয়ে শট নেওয়ার চেষ্টায় ক্রিজ ছেড়ে আসা মোতি স্ট্যাম্পিং আউট হন।

ব্যাট হাতে সাকিব ২ বলে মাত্র ১ রান করেছেন। ইমরান তাহিরের হ্যাটট্রিক রুখে দেন সাকিব। তবে দুই বল পর মঈন আলির বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন সাকিব। রিভিউ নিয়েও নিজের আউট আটকাতে পারেননি। গায়ানার মতো অ্যান্টিগার জন্যও রান করা কঠিন হলেও ওপেনার আমির জাঙ্গুর অপরাজিত ৫১ রানে জয় সহজ হয় ১০ ম্যাচ থেকে ৫ জয়ে ১১ পয়েন্ট পাওয়া অ্যান্টিগার।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত