Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মাদ্রিদে

27u
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফিরছে মাদ্রিদে। না রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যু নয়, ২০২৭ সালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই হবে মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকোর স্টেডিয়াম মেত্রোপলিতানোয়।

 বৃহস্পতিবার এটা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এছাড়া ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে পোল্যান্ডের ওয়ারশতে। আর আগামী বছরের উয়েফা সুপার কাপের আসর বসবে অস্ট্রিয়ার সালজবুর্গে।

এ নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে মাদ্রিদে। সর্বোচ্চ আটবার ফাইনাল আয়োজনের কীর্তি লন্ডনের। সবশেষ ২০১৯ সালে আতলেতিকোর মাঠে হয়েছিল ফাইনাল। সেই ম্যাচে ছিল না স্পেনের কোনও ক্লাব। টটেনহাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল।

আগামী মৌসুমের ফাইনাল আয়োজনের দৌড়ে আজারবাইজানের রাজধানী বাকু ছিল মাদ্রিদর প্রতিদ্বন্দ্বিতা। তিরানায় উয়েফা নির্বাহী কমিটির সভায় মাদ্রিদকেই বেছে নেওয়া হয় শেষ পর্যন্ত।

এছাড়া ২০২৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে। ফাইনাল হবে ৩০ মে। এই শহরের পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে প্রথমবার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত