ভ্যালেন্সিয়ার ওপর দিয়ে ঝড়ই বইয়ে দিল বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির আগের ম্যাচে রায়ো ভায়েকানোর কাছে পয়েন্ট হারানোর জ্বালাটা জুড়াল ৬-০ গোলের জয়ে। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি, রাফিনিয়া ও ফেরমিন লোপেস। তাতে হয়েছে নতুন ইতিহাস।
কারণ রাফিনিয়া ও লেভানদোস্কি জোড়া গোল করেছেন বদলি নেমে। লা লিগার ইতিহাসে এবারই প্রথম একই দলের দুই বদলি খেলোয়াড় করেছেন জোড়া গোল। চোট পাওয়া লামিনে ইয়ামালকে ছাড়া বড় এই জয়টা দলের গভীরতাই প্রমাণ করছে বার্সার। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। ৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১২ ও বার্সার ১০।
লেভানদোস্কির মত তারকাকে বেঞ্চে রাখা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘‘দল প্রতিটি পজিশনে দুর্দান্ত ছিল। আমার জন্য দারুণ ব্যাপার হলো আমাকে ফেরান তোরেস ও লেভানদোস্কির মধ্য থেকে একজনকে বেছে নিতে হচ্ছে (দুই স্ট্রাইকার খেলানোর উপায় নেই)।’’.
বার্সা যখন লা লিগায় উড়ছে তখন প্রিমিয়ার লিগে ডুবছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বিতে ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ফিল ফোডেন দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন আর্লিং হলান্ড।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেল ইউনাইটেড। এই হারে চাপা থাকা কোচ আমোরিপের ওপর চাপ বাড়ল আরও।
এদিকে সান সিরোয় রবিবার রাতে সিরি ‘এ’তে বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ম্যাচের একমাত্র গোলটি লুকা মদ্রিচের। চতুর্থ ম্যাচে নিজের প্রথম গোল পেলেন তিনি।
৬১তম মিনিটে গোলটি করেন মদ্রিচ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আলেক্সিস সালেমাকেরস। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার থাকায় তিনি পাস দেন বক্সের মাঝামাঝি জায়গায়। ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের জোরাল শটে বল জালে জড়ান মদ্রিচ।