তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টির মত হচ্ছে না। তিনি আড়ষ্ট ছিলেন প্রথম দুই ম্যাচে। নিজেই বলেছেন, ‘‘চেষ্টা করছি কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না।’’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি পাননি তিনি।
এই ব্যর্থতায় আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে একাদশের বাইরে থাকতে হতে পারে তাকে। হৃদয়ের জায়গায় সাইফ হাসানের ফেরা নিশ্চিত একপ্রকার। সোমবার নেটে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। সবমিলিয়ে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন ৩ জন।
এরপর দুটি বদল হতে পারে বোলিংয়ে। শরীফুল ইসলামের জায়গায় ফিরছেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসানকে।
ফিরছেন নাসুম আহমেদও। তার জন্য জায়গা ছাড়তে হতে পারে রিশাদ হোসেনকে। হংকংয়ের বিপক্ষে বিবর্ণ থাকা রিশাদ মাত্র ১ ওভারই করেছিলেন লঙ্কানদের সঙ্গে। সেই ওভারেও দিয়েছেন ১৮ রান।
লেগ স্টাম্পের বাইরে এমনভাবে বল ছাড়ছিলেন যা ছিল দৃষ্টিকটু। সর্বশেষ ৬ ইনিংসের মধ্যে চারটাতেই উইকেট না পাওয়া এই স্পিনারের জায়গায় ফিরতে পারেন নাসুম। সর্বশেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এত বদলের পরও হয়তো কপাল খুলছেন না নুরুল হাসান সোহানের। বেঞ্চে থেকেই এশিয়া কাপটা শেষ হতে পারে তার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।