Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিউ ইয়র্ক টাইমসের কাছে দেড় হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চাইছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[publishpress_authors_box]

‘সম্মানহানি’ করায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; সংবাদপত্রটির কাছে দেড় হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চাইছেন তিনি।

কয়েক দশক ধরে তার সম্পর্কে করা প্রতিবেদনের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় দুইশ বছর পুরনো সংবাদপত্রটির বিরুদ্ধে মামলার ঘোষণা সোমবার ট্রাম্প সোশাল মিডিয়ায় দেন।

নিউ ইয়র্ক টাইমস ‘মিথ্যার ফুলঝুড়ি’ চালানোয় একে ‘বিপজ্জনক’ সংবাদপত্র বলেও আখ্যায়িত করেন ট্রাম্প।

নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, “আজ আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে অবক্ষয়গ্রস্ত সংবাদপত্রগুলোর অন্যতম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করার মহান সম্মান আমার হয়েছে।”

অভিযোগ সুনির্দিষ্ট না করে ট্রাম্প লেখেন, নিউ ইয়র্ক টাইমস অনেক দিন ধরে অবাধে তার বিরুদ্ধে মিথ্যা লিখেছে, অপবাদ দিয়েছে, মানহানি করেছে। এখন তা বন্ধ করতে হবে।

ফ্লোরিডার আদালতে ট্রাম্প এই মামলা করতে যাচ্ছেন বলে সিএনএন জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতি ট্রাম্পের রাগ অনেক দিনের। ২০২৪ সালের নির্বাচনে পত্রিকাটি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ায় তার সমালোচনাও করেছিলেন তিনি।

ট্রাম্প বলছেন, নিউ ইয়র্ক টাইমস ‘কট্টর বাম’ ডেমোক্রেটিক পার্টির ‘মুখপাত্র’ হয়ে উঠেছে।

নিউ ইয়র্ক টাইমসের পাশাপাশি এবিসি ও সিবিএসের মতো অন্যান্য উদারপন্থী সংবাদমাধ্যমগুলোর ওপরও ক্ষেপে আছেন ট্রাম্প। তার দাবি, এগুলো দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে তাদের ক্ষমতার অপব্যবহার করছে।

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্প মামলাটি করে তা এগিয়ে নেবেন কি না, তা নিয়ে সন্দেহ থাকছে তার আগের দুটি ঘটনায়।

এর আগে দুটি টেলিভিশন এবিসি নিউজ এবং সিবিএসের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। তবে পরে আদালতের বাইরেিই তাদের সঙ্গে মীমাংসা করে নেন।

এবিসি নিউজ সমঝোতায় এসেছিল ভবিষ্যৎ ট্রাম্প লাইব্রেরিতে দেড় কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সিবিএসও ১ কোটি ৬০ লাখ ডলার দেওয়ার বিনিময়ে রফা করেছে। তারাও এই অর্থটি ট্রাম্পের লাইব্রেরি প্রকল্পে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তথ্যসূত্র : সিএনএন, এনডিটিভি

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত