Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

থাকছেন পাইক্রফট থাকছে পাকিস্তানও

s678
[publishpress_authors_box]

পাকিস্তানিদের সঙ্গে ভারতীয়দের হ্যান্ডশেক না করার জল গড়াতে পারত অনেকদূর। ম্যাচ রেফারি হিসেবে অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাহলে এশিয়া কাপ বর্জনের হুমকি দিয়েছিল তারা।

সেই দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। আর ‘যুদ্ধে’ না জড়িয়ে এশিয়া কাপ থেকে দল প্রত্যাহার করছে না পাকিস্তানও। তাই আগামীকাল (বুধবার) আমিরাতের বিপক্ষে সালমান আলী আগাদের না খেলার কোনও শঙ্কা নেই।

‘ক্রিকবাজ’ জানিয়েছে আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে চিঠিতে পিসিবিকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানায়নি আইসিসি বা পিসিবির কোনও পক্ষই।

পিসিবি অভিযোগ করেছিল, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে পাইক্রফট নাকি টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন। তবে আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই পাইক্রফটকে জানিয়েছিলেন, টসে দুই দলের অধিনায়ক হাত মেলাবেন না।

অর্থাৎ পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কিছু করেননি। তাছাড়া প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা, তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো রীতি বা ক্রিকেটীয় সৌজন্য। বাধ্যতামূলক নয়। স্বাভাবিক ভাবেই ম্যাচ রেফারি হিসাবে পাইক্রফট নিয়ম-বিরুদ্ধ কিছু করার পরামর্শ দেননি। তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি আইসিসি।

পাকিস্তান হুমকি দিয়েছিল, তাদের দাবি মানা না হলে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে না তারা। তবে ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা পাকিস্তানের নেই। আইসিসির জবাবের আগেই তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, এশিয়া কাপের বাকি ম্যাচ খেলবে।

এর আগে‘এক্স’-এ পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভি পোস্ট করেছিলেন, ‘‘আইসিসির আচরণবিধি আর এমসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ আইনের লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে পিসিবি। এশিয়া কাপ থেকে তাকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।’’ পাইক্রফটকে আইসিসি রেখে দেওয়ার পর অবশ্য কোনও পোস্ট দেননি নাকভি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত