Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রুপালি পর্দা থেকে টি-টোয়েন্টির ‘রাজা’, আফগানদের ছাড়িয়ে বাংলাদেশ

1b
[publishpress_authors_box]

ভারতের জার্সিতে অভিষেকটা সাদামাটাই ছিল বরুণ চক্রবর্তীর। ২০২১ সালে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ছিলেন উইকেটহীন। এরপর দলের বাইরে প্রায় ৩ বছর। বাস্তবজীবনে স্থপতি হওয়া এই স্পিনার থেমে যাননি সেখানেই।

গত বছর বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলে ফেরার পর আজ প্রকাশিত টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বরুণ। মানে তিনিই এখন এই ফরম্যাটের বোলারদের রাজা।

এদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফগানদের পেছনে ফেলেছে বাংলাদেশ। গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ২২২। আফগানিস্তানেরও পয়েন্ট সমান ২২২। তারপরও ভগ্নাংশের হিসেবে ৯ নম্বরে উঠে এসেছে লিটন দাসের দল। আফগানিস্তান পিছিয়ে গেছে ১০-এ। এশিয়া কাপ শুরুর আগে আফগানরা ছিল ৯ আর বাংলাদেশ ১০-এ।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

২০১৪ সালে ‘জিভা’ নামের একটি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বরুণ। রুপালি জগতে স্থায়ী হয়ে তৈরি করতে চেয়েছিলেন সিনেমাও। কিন্তু ক্রিকেট প্রথম ভালোবাসা হওয়ায় বেছে নেন এই পেশাটাই। তাতে সিনেমার মতই জীবনের বাঁক নিয়ে বরুণ উঠে এলেন টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের চূড়ায়।

যশপ্রীত বুমরা ও রবি বিষ্ণোইয়ের পর ভারতের তৃতীয় বোলার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।

তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন বরুণ।

এবারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪ রানে ১ উইকেট নেন বরুণ। এরপর পাকিস্তানের বিপক্ষে চার ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। এই পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেন এই রহস্য–স্পিনার।

দুইয়ে নেমে গেছেন নিউজিল্যান্ডের ডাফি। বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে জয়ে। তারপরও চার ধাপ নেমে ১৫ নম্বরে তিনি। পাঁচ ধাপ নেমে ৩০ নম্বরে তাসকিন আহমেদ।

আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করা বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান অবশ্য চার ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত