চ্যাম্পিয়নের মতই চ্যাম্পিয়নস লিগ শুরু করল পিএসজি। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে আতালান্তাকে ৪–০ ব্যবধানে উড়িয়ে দিল তারা। তৃতীয় মিনিটে গোল উৎসবের শুরুটা করেছিলেন অধিনায়ক মার্কিনিওস। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন খিচা কাভারাস্কেইয়া।
প্যারিসিয়ানরা বিরতির পর করে আরও দুই গোল। ৫১ মিনিটে নুনো মেন্দেস আর বদলি নেমে যোগ করা সময়ে শেষ গোলটি গনসালো রামোসের।
এদিকে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মার্কাস থুরামের জোড়া গোল আয়াক্সের বিপক্ষে ইন্টার মিলান জিতেছে ২–০ ব্যবধানে। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম গোল দুটি করেছেন ৪২ ও ৪৭ মিনিটে।
জোড়া গোল করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনও। তাতে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পায় উপহার হিসেবে। আত্মঘাতী গোল করেন চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ। কেইনের দুই গোল ২৭ ও ৬৩ মিনিটে। ২৯ মিনিটে চেলসির একমাত্র গোলটি কোল পালমারের।
এছাড়া চ্যাম্পিয়নস লিগে প্রথমবার সুযোগ পাওয়া পাফোস গোলশূন্য ড্র করেছে অলিম্পিয়াকোসের সঙ্গে। ২৫ মিনিটে ব্রুনো লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছিল পাফোসকে।