লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে ২০২২ সালের ডিসেম্বরে। এর চার মাস পর পৌঁছেছিল ফিফা র্যাঙ্কিংয়ের চূড়ায়। ২০২৩ সালের এপ্রিল থেকে টানা ২৮ মাস রাজত্ব ছিল তাদেরই। অবশেষে আজ (বৃহস্পতিবার) ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। আর ২০১৪ সালের জুনের পর এক নম্বরে উঠে এসেছে স্পেন। দুইয়ে আছে এমবাপ্পের ফ্রান্স।
র্যাঙ্কিংয়ে পিছিয়েছে ব্রাজিলও। পাঁচ থেকে একধাপ পিছিয়ে ব্রাজিল এখন ৬ নম্বরে। একধাপ করে এগিয়ে ইতালি ১০ ও ক্রোয়েশিয়া উঠে এসেছে ৯ নম্বরে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আছে আগের অবস্থানেই। নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করার পরও ১৮৪ নম্বরে আছেন জামাল ভূঁইয়ারা। তবে বাংলাদেশের ০.২৩ পয়েন্ট বেড়েছে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৯.২৪।
বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে। একই সময়ে স্পেন বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়াকে ৩-০ আর তুরস্ককে হারিয়েছে ৬-০ গোলে। স্পেনের পয়েন্ট ৮.২৮ বেড়ে এখন ১৮৭৫.৩৭। আর আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৫.৩৬ থেকে ১৫.০৪ কমে হয়েছে ১৮৭০.৩২।
অবশ্য ২০২৬ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে স্পেনের সরকার। স্পেনের সরকার জানিয়েছে, ইসরায়েল যদি বিশ্বকাপে খেলে তা হলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে তারা। নিজেদের গ্রুপে বাছাইয়ে তিনে আছে ইসরায়েল। দুইয়ে থাকা ইতালির সমান পয়েন্ট তাদের। তাই তিন ম্যাচ বাকি থাকতে সরাসরি না হলেও প্লে-অফে বিশ্বকাপের সুযোগ ভালোভাবে আছে ইসরায়েলের।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, গাজার মানুষের প্রতি যে আচরণ করছে ইসরায়েল, তাতে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তাদের অংশ নিতে দেওয়াই উচিত নয়। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ইউক্রেনকে আক্রমণ করার জন্য রাশিয়াকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একই কাজ করা উচিত ইসরায়েলের সঙ্গেও।
৮.৮৯ পয়েন্ট বেড়ে ফ্রান্স দুইয়ে উঠে এসেছে ১৮৬২.০৩ পয়েন্ট নিয়ে। ব্রাজিলের পয়েন্ট ১৭৭৭.৬৯। তাদের কমেছে ১৬.০৯ পয়েন্ট। ব্রাজিলকে পেছনে ফেলে পাঁচে এখন পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোদের পয়েন্ট ১৭৭৯.৯৫।
অবশ্য গত কয়েকটি বিশ্বকাপে ভালো করতে পারেনি র্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা দলগুলো। তাই বিশ্বকাপের আগে রাজত্ব হারিয়ে খুব বেশি মন খারাপ হওয়ার কথা নয় মেসিদের!