Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

হলান্ডের দ্রুততম ফিফটি, রাশফোর্ডের জোড়া গোল

h89
[publishpress_authors_box]

কেভিন ডি ব্রুইনা এখন নাপোলির। প্রতিপক্ষ হলেও ক্লাব কিংবদন্তিকে ঠিকই সম্মান জানিয়েছেন ম্যানচেস্টার সিটির দর্শকরা। তবে ইতিহাদে ম্যাচের মাত্র ২৬ মিনিটে ডি ব্রুইনাকে তুলে নিয়েছিলেন নাপোলি কোচ কন্তে। ২১ মিনিটে বক্সে হলান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন নাপোলি অধিনায়ক ও রাইট ব্যাক জিওভান্নি ডি লরেঞ্জো। এজন্যই কৌশলগত কারণে ডি ব্রুইনাকে তুলে ডিফেন্ডার মাথিয়াস অলিভেরাকে মাঠে নামানো।

তারপরও ঠেকানো যায়নি ম্যানচেস্টার সিটিকে। ২-০ গোলে নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল তারা। একটি করে গোল করেছেন আর্লিং হলান্ড ও জেরেমি ডোকু।

৫৬ মিনিটে ফিল ফোডেনের উঁচু করে বাড়ানো লব হেডে জালে জড়ান হলান্ড। তাতে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড এখন তার। ৪৯ ম্যাচে ‘ফিফটি’ পেলেন হলান্ড। রুদ ফন নিস্টলরয়ের রেকর্ডটি ছিল ৬২ ম্যাচে। লিওনেল মেসির লেগেছিল ৬৬ ম্যাচ।

মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে জিতেছে বা

অপর ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। বার্সার দুটি গোলই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ডের।

বার্সার হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখালেন তিনি, চ্যাম্পিয়নস লিগে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।

লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রায় ৬৫ শতাংশ বলের দখল ছিল বার্সার। গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট গতির হেডে পেয়ে যান প্রথম গোল। ৬৭ মিনিটে ২০ গজ দূরত্ব থেকে করা বুলেট শটে রাশফোর্ডের দ্বিতীয় গোলটিকে ধারাভাষ্যকার বলছিলেন ‘মিসাইল’। ম্যাচের শেষ মিনিটে নিউক্যাসলের হয়ে এক গোল ফেরান অ্যান্থনি গর্ডন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত