এক লহমায় সব চাপ ঝেরে তাওহিদ হৃদয় স্বমহিমায় আর্ভিভূত হয়ে জিতে নিলেন জনতার হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ রানের ইনিংসেই দেখা গেল এই ব্যাটারের ব্যাটে পুরনো আত্মবিশ্বাস। প্রতিটা চার-ছয়ে ছিল ওই বিশ্বাসের ছায়া।
সাম্প্রতিক সময়ে হৃদয়ের ব্যাটে হাসিটা যেন ফুরিয়ে গিয়েছিল। রান খরা চলছিল। মিডল অর্ডারে ২৫ বছর বয়সীর ‘মি. ডিপেন্ডেবল’ হয়ে ওঠার গল্পেও যেন ছেদ পড়েছিল।
শনিবার সেই গল্পে তিনি নতুন অধ্যায় যোগ করেছেন ৩৭ বলে ৫৮ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন জয় উপহার দিয়ে।
এরপর নিজের ফেসবুক পেজে লিখেছেন, “চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য ও রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ ও সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। অল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ ও ভালোর জন্য।”
ভাগ্যের কথা বললেও শ্রীলঙ্কার বিপক্ষে চমৎকার কিছু শট খেলেছেন তাওহিদ হৃদয়। এসব দেখে অনেক ক্রিকেট পন্ডিতের মুখে হৃদয়-স্তুতি শোনা গেছে। সুপার ফোরের প্রথম ম্যাচে হেসেছে তার ব্যাট, এই ধারবাহিকতা থাকলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো করতে পারে।