Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আবারও পাকিস্তানকে শক্তি দেখাল ভারত, নায়ক এবার অভিষেক

india-07
[publishpress_authors_box]

পাকিস্তান করল ১৭১ রান। চ্যালেঞ্জিং স্কোরই বটে। এবার নিশ্চয়ই ভারতের পথটা কঠিন- এই ভাবনা যাদের মধ্যে ছিল, তাদের বাস্তবতা দেখালেন অভিষেক শর্মা। বাঁহাতি ওপেনারের তাণ্ডবে আবারও পাকিস্তানকে নিজেদের ক্রিকেট-শক্তি দেখাল ভারত।

রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোর-এর ম্যাচ ৬ উইকেটে জিতেছে ভারত। পাকিস্তানের ১৭১ রান ৭ বল আগেই টপকে গেছে সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিও একতরফা বানিয়ে জিতেছিল ভারত।

বড় রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতই জয়ের ভিত পেয়ে যায় ভারত। শুবমান গিল ও অভিষেক শর্মা মিলে স্কোরবোর্ডে তোলেন ১০৫ রান। গিল ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন। অভিষেক ৩৯ বলে খেলেন ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় সাজানো এই ইনিংস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

অধিনায়ক সূর্যকুমার ফেরেন শূন্য রানে। সঞ্জু স্যামসন করেন ১৩ রান। তিলক ভার্মা ১৯ বলে ২১ চার ও সমান ছক্কায় ৩০ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৭ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান শূন্য রানে ফিরতে পারতেন। কিন্তু অভিষেক শর্মা ‘ভুল’ করে বসলেন। সে ভুলটাই ভোগাল ভারতকে। ‘জীবন’ পেয়ে ফারহান করলেন ঝড়ো হাফসেঞ্চুরি। এই ওপেনারের চমৎকার ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান।

সাইম আইয়ুব ওপেনিংয়ে ব্যর্থ। তাই ফারহানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ফখর জামান। বাঁহাতি ব্যাটার পুরনো পজিশনে ফিরে তাণ্ডব শুরু করেন। কিন্তু বিতর্কিত আউটে শেষ হয় তার ইনিংস। ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে এমনিতেই সমালোচনা ও বিতর্ক লেগে আছে এশিয়া কাপে। ফখরের আউট সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে!

হার্দিক পান্ডিয়ার বল ফখরের ব্যাট ছুঁয়ে গেলে উইকেটকিপার সঞ্জু স্যামসন গ্লাভসবন্দি করেন। কিন্তু বল তার গ্লাভসে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল কিনা, সেটা নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সাহায্য নেন ফিল্ড আম্পায়াররা। টিভি আম্পায়ার বেশ খানিকক্ষণ বিশ্লেষণের পর আউটের সিদ্ধান্ত দেন। যদিও রিপ্লে দেখে ধারাভাষ্যকারদেরও মনে হয়েছে, স্যামসন গ্লাভসে নেওয়ার আগে বল মাটি ছুঁয়েছিল।

ফখর ফেরেন ৯ বলে ১৫ রান করে। ওই বিতর্কের আগেই পাকিস্তান প্রথম উইকেট হারাতে পারতো, যদি ফারহানের ক্যাচ নিতে পারতেন অভিষেক শর্মা। শূন্য রানে ‘জীবন’ পাওয়া ফারহান করেন ৫৮ রান। ৪৫ বলের ইনিংসটি তিনি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।

ওয়ানডে ডাউনে নেমে অবশেষে রান পেয়েছেন সাইম। এশিয়া কাপে খেলা আগের তিন ম্যাচেই ‘ডাক’ মেরেছিলেন তিনি। ওয়ান ডাউনে নেমে ১৭ বলে করেন ২১ রান। হুসেইন তালাত করেন ১০ রান। এরপর আউট হওয়া মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ১৯ বলে ২১ রান।

শেষ দিকে ঝড় তুলে ফাহিম আশরাফ ৮ বকলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২০ রানে। অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১ ছক্কায় অপরাজিত ১৭ রানে।

উইকেসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে সফল বোলার শিবম দুবে। এই পেসার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট হার্দিক ও কুলদীপ যাদবের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত