আবহাওয়া অধিদপ্তর বলছে, রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলি মিটার বৃষ্টি হয়েছে। ছবি : হারুন-অর-রশীদএরপর সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭১ মিলি মিটার। ছবি : হারুন-অর-রশীদ প্রবল এই বৃষ্টিতে ডুবে যায় ঢাকার বিভিন্ন সড়ক। ছবি : হারুন-অর-রশীদপানি জমে থাকায় স্কুল-কলেজ ও অফিসগামীদের পড়তে হয়েছে বিপাকে। ছবি : হারুন-অর-রশীদজমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর পাশাপাশি কিছু দুর্ঘটনারও খবর পাওয়া যায়। ছবি : হারুন-অর-রশীদ