আইপিএলে এমনিতেই খেলার সুযোগ নেই পাকিস্তানি ক্রিকেটারদের। এবার তারা অনিশ্চিত বিপিএলেও। এশিয়া কাপে ভারতের কাছে ফাইনালসহ তিন ম্যাচ হারার বিশ্লেষণ করছে পিসিবি। এমন সময়ই দেশের বাইরে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে চাওয়া ক্রিকেটারদের সব অনাপত্তিপত্র (এনওসি) সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি।
পিসিবির প্রধান অপারেশন্স অফিসার (সিওও) সুমায়ের আহমাদ সৈয়দ খেলোয়াড় ও এজেন্টদের উদ্দেশে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
সেই বিজ্ঞপ্তি এসেছে ইএসপিএন ক্রিকইনফোর হাতে। সেখানে লেখা আছে, ‘‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে জানানো যাচ্ছে যে খেলোয়াড়দের বিদেশি লিগ ও দেশের বাইরে অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সব অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।’’
এই পদক্ষেপের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। এনওসি স্থগিতাদেশ কতদিন থাকবে বা কোনও ছাড় দেওয়া হবে কি না, সেটা জানা যায়নি এখনও। এজন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বিগ ব্যাশে পাকিস্তানের ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ডিসেম্বরে বিপিএল আয়োজন হতে পারে। ড্রাফটের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও বিপিএলে সবসময়ই পাকিস্তানের ক্রিকেটারদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তবে এমন নিষেধাজ্ঞায় এবার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের বিপিএল খেলা অনিশ্চিত।
বাবর, আফ্রিদিসহ ৭ পাকিস্তানি ক্রিকেটারের বিগ ব্যাশে খেলার কথা রয়েছে এবার। পাশাপাশি ১৮ জন পাকিস্তানি খেলোয়াড় আরব আমিরাতে ১ অক্টোবর অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টি নিলামের প্রাথমিক তালিকায় আছেন। সেখানেও অনিশ্চিত তারা।