এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পর থেকেই প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি। কয়েকদিন ধরেই পাহাড়ি-বাঙালি উত্তেজনা চলছিল। এরই মাঝে রবিবার গুইমারা উপজেলায় সেনাবাহিনীর উপস্থিতিতে ব্যাপক সংঘর্ষে মারা যান তিনজন।
এ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা। আজ গণমাধ্যমেও কথা বলেছেন তিনি। মিতুলের প্রত্যাশা এ ধরনের কিছু শুধু পাহাড় নয় বাংলাদেশের কোথাও যেন না হয়, ‘‘শুধু পাহাড় নয়, যে ঘটনাটা ঘটেছে এই বিষয় নিয়ে লিখেছিলাম (ফেইসবুকে)। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় এমনটা হওয়া উচিত না। যার কারণে স্ট্যাটাস দেওয়া। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো।”
আগামী ৯ ও ১৪ অক্টোবর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দুই লেগে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে বৃষ্টিতে আজ ব্যাহত হয়েছে জাতীয় দলের অনুশীলন। বৃষ্টি থামলে মিতুল-জামালরা মাঠে আসেন। মিনিট পনের গা গরম করার পর আবারও ভারি বৃষ্টি আর বজ্রপাতে সবাই ছুটে যান ড্রেসিংরুমে।
এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ দুটি নিয়ে মিতুল বললেন ‘আমাদের এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। হাতে যেটুকু সময় আছে, নিজেদের ঝালিয়ে নিয়ে সেরাটা দিতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিফাই করতে হলে আমাদের এ দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কোন দল র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে, সেটা দেখতে চাচ্ছি না। আমাদের মূল ফোকাস হচ্ছে যেভাবেই হোক জিততে হবে।’’
প্রাথমিক দল ২৮ থেকে বেড়ে হয়েছে ৩০ জন। মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্তর পর আবাহনীর গোলকিপার পাপ্পু হোসেনকেও ডেকেছেন কাবরেরা। পাপ্পুর যোগ হওয়া নিয়ে মিতুল বললেন,‘‘আমাদের সব পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বেশি। এখানে খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে প্রমাণ করে থাকতে হবে। এখানে মনে করি, আমি আমার নিজের সর্বোচ্চটুকু দেব। হংকংয়ের বিপক্ষে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলিনি। তাদের শেষ ম্যাচগুলো দেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু পরপর দুটি ম্যাচ খেলব। হোম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব দুই ম্যাচই ফল যাতে পক্ষে থাকে।”