Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে খেলবেন নেইমারের সাবেক অধিনায়ক

সান্তোসে নেইমারের অধিনায়ক ছিলেন দুদু।
সান্তোসে নেইমারের অধিনায়ক ছিলেন দুদু।
[publishpress_authors_box]

তার নাম লুইস এদুয়ার্দো নুনেস। আদর করে সবাই ডাকেন দুদু। ব্রাজিলের পেরোতোয় জন্ম নেওয়া দুদুর ক্যারিয়ার শুরু সান্তোসে। বিখ্যাত এই ক্লাবে তিনি অধিনায়ক ছিলেন সুপারস্টার নেইমারের।

সেই দুদু এখন খেলেন হংকং চায়না জাতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের হংকং চায়না দলে আছেন তিনি। তাদের ২৫ ফুটবলারের ৫ জনের জন্ম ব্রাজিলে।

সবচেয়ে আলোচিত নামটি সেন্টার ব্যাক দুদু। কারণ তার নেতৃত্বে সান্তোসে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। হংকংয়ের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তার পাশাপাশি বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ক্যামেরুন, জাপানি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে দল ঘোষণা করেছে হংকং চায়না।

হংকং চায়না দলের অনুশীলনে দুদু।

দলে আছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফের্নান্দো অগুস্তো। ২০২২ সাল থেকে হংকংয়ের জার্সিতে খেলছেন তিনি। ২৩ ম্যাচে খেলে একটি গোলও করেছেন এই লেফটব্যাক। এছাড়া এভেরতন কামারগো ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে করেছেন ১০ গোল।

হংকং চায়নার বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে ৯ অক্টোবর। ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে হংকং দল

গোলরক্ষক: ইয়াপ হুং ফাই (অধিনায়ক), সি কা উইং, শ্লিয়াকোতিন আলেক্স।

ডিফেন্ডার:  দুদু, ইউ জে নাম, চান শিনিচি, নিকোলাস বেনাভিদেস, সুন মিং হিম, লিলে নুনেজ বাসুদেবা দাস, লিও জোনস, অলিভার বেঞ্জামিন গারবিগ।

মিডফিল্ডার: তান চুন লোক, আওয়াল মাহামা, এভেরতন কামারগো, গান চুক পান, রাফায়েল আইরতন, ইউ জেসে জয় ইয়িন, ফের্নান্দো অগুস্তো।

ফরোয়ার্ড: , লাউ কা কিউ, স্তেফান পেরেইরা, ওং ওয়াই, ম্যাথু এলিয়ট, চান সিউ কোয়ান ফিলিপ, মানুয়েল ব্লেদা রদ্রিগেজ, জুনিনিও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত