Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের টানা চার সিরিজ জয়ের রেকর্ড

Capture
[publishpress_authors_box]

একদিন আগের ম্যাচ আবারও ফিরেছিল যেন। হুট করে টানা কিছু উইকেট পড়ে যাচ্ছে। নুরুল হাসান সোহানের হাতে সব দায়িত্ব উঠছে। বাংলাদেশের জয় তার ব্যাটে নির্ভর করছে।

সোহান আবারও হাল ধরে দাঁড়ালেন। সঙ্গে শেষদিকে ক্যামিও ইনিংস উপহার দিলেন শরিফুল ইসলাম। তাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ উইকেটে জিতে গেল বাংলাদেশ।  

সেই সঙ্গে টি-টোয়েন্টিতে এই প্রথম টানা চার সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে তিনবার টানা তিন সিরিজ জয়ের কীর্তি ছিল তাদের। সবশেষ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জয় এসেছে। এবার যোগ হলো আরও একটি। সব মিলিয়ে এই প্রথম টানা চার সিরিজ জিতল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের করা ৫ উইকেটে ১৪৮ রানের লক্ষ্যে ছুটেছে বাংলাদেশ। এবার শুরুতেই একশ রানের উদ্বোধনী জুটি আসেনি। শুরুর ধাক্কা সামলাতে হয়েছে মিডলঅর্ডারদের। গত ম্যাচের মতো এবার তারা হতাশ করেননি। দুই ওপেনারের দুজনই ২ রান করে ফিরলেও মিডলঅর্ডারের সবাই রান পেয়েছেন।

জাকের আলি অনেকদিন পর ব্যাটে বিশের ওপর রান পেয়েছেন। ২৫ বলে ২ টি করে চার ও ছক্কায় ৩২ করেন। তার সঙ্গে ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ করেন শামীম হোসেন। দুজনের জুটি দাঁড়ায় ৫৬ রান। শেষদিকে দ্রুত আরও নাসুম, রিশাদ, মোহাম্মদ সাইফউদ্দিন আউট হলে আবার ম্যাচ হেলে পড়ে আফগানিস্তানের দিকে।

তখনও জয় থেকে ১৮ রান দূরে বাংলাদেশ। এবার শরিফুলেল ৬ বলে ২ চারে ৯ রান ও সোহানের সঙ্গে তার দ্রুত ১৯ রানের জুটিতে ম্যাচ নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ২টি করে উইকেট ও শরিফুলের ১ উইকেটে আফগানিস্তান ৫ উইকেটে ১৪৭ রান তোলে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত