Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

এশিয়ান যুব গেমসে আরেকটি পদক বাংলাদেশের

122
[publishpress_authors_box]

এশিয়ান যুব গেমসের ইতিহাসে বাংলাদেশকে প্রথমবার পদক এনে দিয়েছিল অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দল। শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা। তাদের পথ ধরে ছেলেদের দলও আজ নিশ্চিত করেছে ব্রোঞ্জ পদক। আগের দুটি যুব এশিয়ান গেমসে পদক পায়নি বাংলাদেশ। তৃতীয় আসরে দুটি ব্রোঞ্জ পদক পেল তারা, দুটিই কাবাডি থেকে।

বুধবার পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের বালক বিভাগেও ব্রোঞ্জ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আজ (বৃহস্পতিবার) স্বাগতিক বাহরাইনকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।

ঈসা স্পোর্টস সিটিতে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে বিধ্বস্ত করে ১০৬-১৭ পয়েন্টে।

এই জয়ে কাবাডিতে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে খেলা দেখতে গিয়েছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কাকে হারালেও থাইল্যান্ডের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারিয়ে নিশ্চিত হয়েছে একটি পদক।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত