Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফিরলেন লিটন, বাদ সাইফউদ্দিন

Liton
[publishpress_authors_box]

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিস করেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক। তার দলে ফেরায় কোপ পড়েছে অলরাউন্ডার সাইফ উদ্দিনের ওপর। আফগানদের বিপক্ষে ভালো বোলিং করলেও দলে জায়গা হয়নি তার।

গত এশিয়া কাপের সুপার ফোর চলাকালীন সাইড স্ট্রেইনে চোট পান লিটন। মিস করেছেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইনজুরিতে ছিটকে পড়ার আগে ব্যাটে রান ছিল লিটনের। এবার ঘরের মাঠে রানের খোঁজে থাকবেন অধিনায়ক।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শাক মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান, সাকিন আহমেদ, সাকিব হোসেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত