সবশেষ শ্রীলঙ্কা সিরিজে টেস্ট অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ওই সিরিজেই ওয়ানডেতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন শান্ত। যে কোন একটি ফরম্যাটে নেতৃত্বে থাকবেন এই ব্যপারটি চাননি শান্ত। এতদিন টেস্ট খেলা না থাকায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। কিন্তু আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় এই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আপতকালীন অধিনায়ক হিসেবে কঠিন সময় যাচ্ছে মিরাজের। যদিও উইন্ডিজের বিপক্ষে এ সিরিজ জয় মিরাজের জন্য স্বস্তির। তবুও টেস্টে তাকে নেতৃত্ব না দেওয়ার মনোভাব উঠে আসছে। সমালোচকরা অধিনায়ক হিসেবে মিরাজকে দেখছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চর্চা হচ্ছে। তা আমলে নিয়ে বিসিবিও অধিনায়ক পদটি নিয়ে ভাবছে। এদিকে শান্ত অভিমান করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রাখায় টেস্টে তাকে নেতৃত্বে ফিরিয়ে দেওয়ার জন্য রাজি করাতে চায় বিসিবি। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলবেন। কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না, যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে।”
শান্তকে ফেরানো হবে, লিটন থাকবেন নাকি মিরাজকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে কিছুদিনের মধ্যেই আলোচনা করবেন বিসিবি প্রধান। তবে মিরাজকে এখনই সমালোচনা করতে চান না তিনি, “আসলে একেবারে নতুন ক্যাপ্টেন। আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেনস মেটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই। বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাকিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পটেনশিয়ালিটিটা আছে।”
তিন ফরম্যাটে তিন অধিনায়কের পথ্রে হাঁটতে পারে বিসিবি। আমিনুল জানিয়েছেন সব কিছু নির্ভর করছে আলোচনার ওপর, ”এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তিনটে ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফরম্যাটে তিনটে ক্যাপ্টেন হলে সুবিধা কী, অসুবিধা কী। অসুবিধা থেকে সুবিধাই বেশি। আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট এভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে। সেটা হতে পারে একজন তিনটা করতে পারে, একজন দুইটা করতে পারে, একজন তিনটা করতে পারে।”