Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

টেস্ট নেতৃত্বের ব্যাপারে ইতিবাচক লিটন

Trophy
[publishpress_authors_box]

টেস্ট অধিনায়ক কে হচ্ছেন? উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চেয়ে এই আলোচনা এখন বাংলাদেশ ক্রিকেটের বড় অংশ। ইতিমধ্যে আগের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে নেতৃত্ব না নেওয়ার কথা জানিয়েছেন। তাই নেতৃত্বের ব্যাটন পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন লিটন দাস। সেই সঙ্গে তাইজুল ইসলাম, আগের অধিনায়ক মুমিনুল হকও আছেন দৌড়ে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সেই প্রশ্ন ঘুরপাক খেল সংবাদ সম্মেলনে। টেস্ট নেতৃত্ব পাওয়ার জবাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন লিটন, “(এ বিষয়ে বলা) খুব কঠিন ভাই, এখন পর্যন্ত কিছু জানিনা। তারা (বিসিবি) যদি মনে করে (আমি) যোগ্য, আমার সঙ্গে কনভারসেশন করবে। দেখা যাক সিদ্ধান্তটা কী হয়। আর একজন খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, তখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের পক্ষ থেকে এখনও কিছু আসেনি।”

এছাড়া সিরিজ নিয়েও প্রশ্ন এসেছে ইনজুরি ফেরত লিটনের কাছে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সাম্প্রতিক সময়ের যেন নিয়মিত চিত্র। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা এখন বেশ আলোচ্য। এ নিয়ে অবশ্য চিন্তিত নন লিটন, ”কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।”

লিটন দলের বাইরে থেকে মোহাম্মদ সাইফ হাসানের ব্যাটিং দেখে বেশি উচ্ছ্বসিত। তিন বছর পর দলে ফিরে দুর্দান্ত খেলে যাওয়া সাইফকে নিয়ে লিটন জানিয়েছেন, “ইমপ্রেস করছে তার (সাইফ) খেলা। যা করছে ভালো লাগতেছে। ভালো দিক হচ্ছে, যখন সে টি-টোয়েন্টি দলে আসলো ব্যাটিং ও বোলিংয়েও কার্যকরিতা দিচ্ছে, ওয়ানডেতেও বল করেছে। অধিনায়ক হিসেবে আমার চাওয়া, সে যেভাবে ক্রিকেট খেলছে, স্বাধীনভাবে। এই ভাবেই যেন খেলে। তার ভবিষ্যত যেন উজ্জ্বল থাকে সবসময়। ও ভালো করলেই বাংলাদেশ দলের জন্য ভালো।”

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন রিশাদ হোসেন। ব্যাটে বলে দলে অবদান রাখছেন তরুণ এ ক্রিকেটার। লিটনের চাওয়া, টি-টোয়েন্টিতেও ব্যাটে বলে অবদান রাখুক রিশাদ। জানিয়েছেন, “এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটারের। পরের সিরিজে সে প্লেয়ারটা আবার খারাপও খেলে। এটা মেনে নিতে হবে। অবশ্যই আমি রিশাদকে যেভাবে দেখে আসছি এতোদিন ধরে- সে বাংলাদেশের একটা বড় সম্পদ। সে যখনি ভালো বল করে বাংলাদেশ দল অনেক টপে থাকে। একই সাথে তার ব্যাটিংটাও আমাদের দরকার, কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করে নাই। আশা করি, ও এই জিনিসটা বুঝবে এবং কাজ করবে।”

সবশেষ এশিয়া কাপের সময় চোট পান লিটন। যার কারণে আফগানিস্তান সিরিজে ছিলেন দর্শকের ভূমিকায়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও খেলা হয়নি উইকেট কিপার এ ব্যাটারের। ইনজুরির কারণে খেলতে না পারাকে কষ্টের বললেন তিনি। নতুন করে দলে ফিরে সুসময়ের ধারাবাহিকতা রাখতে চান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত