Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নতুন অভিযানে লাওসে আফাঈদারা

afaida2
[publishpress_authors_box]

সাফল্যে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়া কাপ নিশ্চিত করেছে আফাঈদা খন্দকারের দল। এরপর যুব দলে নাম লিখিয়ে সাফের শিরোপা জিতিয়েছেন আফাঈদা। এবার আরেক মিশনে তার নেতৃত্বে জাতীয় অনূর্ধ্ব-২০ দল লাওস গেল আজ (শনিবার)।

লাওসে ৬-১০ আগস্ট অনুষ্ঠিত হবে নারী এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন আফাঈদা-সাগরিকারা। ঢাকা থেকে দুপুর দেড়টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। সেখানে ঘণ্টা দেড়েক বিরতির পর লাওসের বিমানে উঠবেন সাগরিকারা।

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তবে বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। তাই লাওস ও তিমুরলেস্তের বিপক্ষে বড় জয়ের লক্ষ্য নিয়ে এই অভিযানে গেছে পিটার বাটলারের দল।

আজ বিমানবন্দরে টিম ফটোসেশনে অবশ্য হেড কোচ পিটার বাটলারকে দেখা যায়নি। কারণ তিনি অফিসিয়াল কিটের পরিবর্তে সাধারণ পোশাক পরেছিলেন!

আরও পড়ুন

সর্বাধিক পঠিত