Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আমুর খালাতো ভাই রাহাত কারাগারে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

জুলাই-আগস্টের আন্দোলনের সময় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই।

শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার সাব-ইন্সপেক্টর বাচ্চু মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

রাহাত হোসেনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রামপুরা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর মো. মোকছেদুল ইসলাম।

গত ২২ মে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে জহিরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২২ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন।  জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এই ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি তিনি রামপুরা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত