নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে কঠোর অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট দলের বিশেষ ফিটনেস ক্যাম্প শুরু হয় ৬ আগস্ট। এক দিন বিরতির পর গত শুক্রবার দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। ঢাকা স্কিল অনুশীলনের কয়েক দিন পর আজ সোমবারের অনুশীলন বাতিল করা হয়েছে।
অনুশীলন না হলেও গণমাধ্যমে কথা বলেছেন জাকের আলী। ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের কষ্টের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে জাকের বললেন, ‘‘ফিটনেস ক্যাম্প আমাদের অনেকদিন ধরেই হচ্ছে। হয়তো এবার আপনারা কাছ থেকে দেখছেন বলে বুঝতে পারছেন কষ্ট হচ্ছে, এটা সেটা।’’
বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ জিতলেও ছেলেরা পারেনি। গত কয়েকটা টুর্নামেন্টে রীতিমতো ভরাডুবিও হয়েছে বাংলাদেশের। এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে আপনাদের লক্ষ্য কী? এমন প্রশ্নে জাকের বললেন, ‘‘এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর দল যেখানে চাইবে আমি সেখানেই ব্যাট করতে রাজি।’’
প্রো ভেলোসিটি ব্যাটে মুগ্ধ এখন ব্যাটাররা, জাকের জানালেন কারণ,‘‘কারো সুইং বেইজবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। যে কয়টা সাউন্ড বের করতে বলে (প্রো ভেলোসিটি ব্যাটে), সে কয়টা সাউন্ড বের করতে পারলে ভালো লাগে।’’
এশিয়া কাপের আগে বিসিবি নিয়োগ দিয়েছে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। তার মেয়াদ এক মাসের কম হলেও উপকার পাওয়ার কথাাই শোনালেন জাকের, ‘‘যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে…এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’’
এদিকে ছুটি কাটিয়ে আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সূত্রে জানা গেছে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বুলবুলের। বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া ছাড়াও দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ডের অন্য পরিচালকরাও। এরপর টাইগাররা সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ধরবেন।